
আধ্যাত্মিক কবিতা- দয়াল
দয়াল
ওহে দয়াল,
শুরু হোক তোমার নামে,
কখনো ধ্যানে কখনো দমে,
তোমারই নামে সবই জমে।
ওহে দয়াল,
তোমার পাক জবানের বাণী,
সর্বক্ষন চলুক অন্তরে এই ধ্বনি,
রাসূল পাকই মূল প্রেমের খনি।
ওহে দয়াল,
তোমার নূরানী রূপের প্রেমে,
সকল আশেক গিয়েছে থেমে,
তুলে নাও মোদের নিরাঞ্জনে।
ওহে দয়াল,
তোমার প্রেমে শূন্য রাতিন বলে,
হুজুর লুৎফর শাহ’কে পেলে,
আল্লাহ রাসুলের শিক্ষা মিলে।