আধ্যাত্মিক মহা পুরুষ সুফি টকি মোল্লাহ শাহ্ (র.)
সুফি টকি মোল্লাহ শাহ্ বাবা কত বড় মাপের একজন আউলিয়া তথা আধ্যাত্মিক মহা পুরুষ ছিলেন, সে সম্পর্কে সামান্য ধারণা দিতে চাই এখানে। সুফি টকি বাবাকে নিয়ে দরবেশ জালাল উদ্দিন খন্দকার গুরুজি তাঁর দীদারে এলাহী গ্রন্থে লিখেছেনঃ-
“অলিয়ে রাব্বানী হযরত শাহ্ সুফি খন্দকার টকি মোল্লাহ (র.) এর কয়েকটি কেরামতের কথা এখানে অতি স্বল্পকারে সকলের অবগতির জন্য উল্লেখ করছি। নদীপথে ব্যবসাকারী তাঁর-ই ছেলেকে তিনি নিজে বাড়িতে অবস্থান করেই, ঝড় তুফানে কবলিত ডুবানোন্মুখ নৌকাসহ উদ্ধার করা।; বহুদিনের মৃত, শুষ্ক একটি কাঁঠাল গাছের গােড়ায় নিজ হাতে একদিন এক বদনী পানি সিঞ্চনে জীবিত করা। একটি জন্মগত বােবা ও বধির ছেলে তাঁর কাছে এসে বাকশক্তি ও শ্রবণশক্তি প্রাপ্ত হওয়া। মুরগীর বাচ্চা মুখে করে পলায়নপর সর্প তাঁর কথায় বাচ্চা ছেড়ে জঙ্গলে চলে যাওয়া।
একটি সবল শক্তিশালী ষাঁড় তাকে ফুস করে গুঁতা দিতে এসে ধরাস করে মাটিতে পড়ে তৎক্ষণাৎ মৃত্যুমুখে পতিত হওয়া। গাছে রেখেই না ভেঙ্গে অক্ষত অবস্থায় নারিকেলের পানি পান ও শাঁস সেবন করা। তাঁর সঙ্গে বাহাস (তর্ক) করতে এসে দুজন আলেম রাত্রে নিদ্রা হতে উঠে দৌঁড়ে তার দরবারে ছুটে এসে তারই হাতে বায়েত গ্রহণ করা। জনৈক ফকীর গর্বভরে তাকে কথা বলায় রাত্রে ঝড় তুফানে ঘর ভেঙে ঐ ফকীরের উপরে পতিত হওয়া।
একইদিনে একই সময়ে বিভিন্ন স্থানে অবস্থিত কয়েকজন শিষ্যের বাড়িতে উপস্থিত হয়ে নিমন্ত্রণ রক্ষা করা। আমার আপন দাদীর প্রথম ছেলে মৃত্যুবরণ করলে দাদী ভীষণ কান্নাকাটি করায় তার গর্ভে আরও পাঁচ পুত্র ও দুই কন্যা জন্মলাভ করবে বলে ‘বাক্য দেওয়া এবং তা’ পরিণামে সত্যে পরিণত হওয়া। জনৈক শিষ্য একটি পাঁকা কাঁঠাল তার জন্য নিয়ে আসলে তা কাঁচা হয়ে যাওয়া এবং পুনরায় পেঁকে উঠা। মাঝে মাঝে শ্বাস – প্রশ্বাস বন্ধ রেখে সারা রাত অতিবাহিত করা ইত্যাদি বহু অলৌকিক ঘটনা তার আধ্যাত্মিক শক্তিসম্ভূত কেরামতেরই নিদর্শন।”
– গ্রন্থ সূত্রঃ দরবেশ জালাল উদ্দিন খন্দকার রচিত ‘দীদারে এলাহী‘ গ্রন্থ হতে নেওয়া!!