হযরত মুজাদ্দেদ আলফেছানী (রহঃ) ছাহেবের ১টি কারামত

হযরত মুজাদ্দেদ আলফেছানী (রহঃ) ছাহেবের ১টি কারামত

একদা হযরত মুজাদ্দেদ আলফেছানী (রহঃ) ছাহেব তাঁহার পুত্রগণ ও কয়েকজন মুরীদসহ একটি মরুময় প্রান্তরের মধ্য দিয়া কোথাও গমন করিতেছিলেন। তখন ছিল তীব্র গরমের মৌসুম। প্রখর সূর্যের উত্তাপ, মরুভুমির লু-হাওয়া এবং ততসঙ্গে ধুলিঝড় – এই সমস্ত কারণে তাঁহারা খুবই ক্লান্ত হইয়া পড়েন। পিপাসায়ও তাঁহারা খুব কাতর হইয়া পড়িয়াছিলেন।

এমতাবস্থায় তিনি সঙ্গীয় লোকদের কোন একজনকে জিজ্ঞাসা করিলেনঃ তোমাদের কি খুবই কষ্ট হইতেছে? সেই ব্যক্তি জওয়াব দিলঃ হুজুর ত সবই জানেন! তখন তিনি মৃদুহাস্য সহকারে আকাশ পানে তাকাইলেন, তারপর কয়েক ধাপ সম্মুখ পথে অগ্রসর হইলেন। এমন সময় অভাবনীয় ভাবে আকাশে একখন্ড মেঘ দেখা দিল এবং দেখিতে দেখিতে উহা হইতে বৃষ্টি পড়িতে লাগিল। ফলে রৌদ্রোত্তাপ, গরম হাওয়া ও ধুলিঝড় সব বন্ধ হইয়া গেল এবং ঠান্ডা বাতাস বহিয়া তাঁহাদের পিপাসাও নিবৃত্ত করিয়া দিল।

(তথ্যসূত্রঃ মুজাদ্দেদ আলফেছানী, প্রণেতা-মাওলানা আবুল্লাইস আনসারী)

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel