খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে এক ভিক্ষুকের ঘটনা।

খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে এক ভিক্ষুকের ঘটনা।

একদিন এক ভিক্ষুক খাজা বাবা মঈনুদ্দিন চিশতি (রহঃ) এর দরবারে এসে বলতে লাগলো, “ইয়া খাজা বাবা, তুমি তো আল্লাহর একজন মহা অলি, যদি সত্যিই আল্লাহর বিশেষ অলি হয়ে থাকো, তাহলে আমাকে কিছু টাকা দাও। আমি শুনেছি, তোমার দরবার হইতে কেউ কখনো খালি হাতে ফিরে না, তাই আমাকে কিছু টাকা দাও।”

এরমধ্যেই খাজা বাবা বিরোধী এক ব্যক্তি এই কথাটি শুনতে পায়, তারপর ভিক্ষুকের নিকটে এসে কিছু টাকা দিয়ে বলে, “এই নাও টাকাটা আমি দিলাম, আর মনে রেখো, যারা মৃত তাদের দেওয়ার কোনো ক্ষমতা নাই, এসব অলীক বিশ্বাস থেকে বের হও। তুমি কি জানো, তোমার এরুপ বিশ্বাস করা শিরক?”

অপর দিকে একটু দূরে দাঁড়িয়ে থাকা এক পাগল এই পরিস্থিতি দেখে হাসছিলো। পাগলের হাসি দেখে খাজা বাবা বিরোধী লোকটি তখন পাগলকে প্রশ্ন করে, “কিরে পাগল তুই কেনো হাসলি?”

পাগলটি আবার হেসে উত্তর দিল, “খাজা বাবা যেভাবে চান, তাকে সেভাবেই দেন। দেখ, অবিশ্বাসী ব্যক্তির মাধ্যমে আল্লাহ বিশ্বাসী ব্যক্তির বিশ্বাস পূর্ণ করলেন।”

শিক্ষা: এই ঘটনা বা গল্পে একজন ভিক্ষুক খাজাবাবার দরবারে গিয়ে খাজাবাবার নিকট কিছু টাকা চান। তিনি শুনেছিলেন, খাজাবাবার দরবার থেকে কেউ কখনও খালি হাতে ফিরে না।

কিন্তু খাজাবাবার বিরোধী ব্যক্তি, যে ওলিদের কারামত বিশ্বাস করেন না। সে ভিক্ষুককে টাকা দিয়ে বলে, এই নাও টাকাটা আমি দিলাম, তোমার খাজা বাবার দেওয়ার ক্ষমতা নাই।

এই কথা শুনে পাশে থাকা এক পাগল হেসে বলে, “খাজাবাবার যখন যেভাবে ইচ্ছা সেভাবেই দেয়। এই যে, অবিশ্বাসীকে দিয়ে বিশ্বাসীকে পূর্ণ করল।”

নিবেদক: Nishat Wahid

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel