ইমাম জাফর সাদেক (রহঃ) ও তাঁর শিষ্যেদের ঘটনা
একদা ইমাম জাফর সাদেক (রহঃ)-কে তাঁর শিষ্যেরা জিজ্ঞাস করল যে, ‘হুজুর! ধৈর্যশীল নিঃসম্বল দরিদ্র আল্লাহভীরূ ব্যক্তির মর্যাদা বেশি? নাকি শোকর আদায়কারী অর্থাৎ আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশকারী ধনী আল্লাহভীরূ ব্যক্তির মর্যাদা বেশি?
উত্তরে ইমাম জাফর সাদেক (রহঃ) বললেনঃ “ধৈর্যশীল দরিদ্র ব্যক্তির মর্যাদাই বেশি। কেননা ধনী লোকদের নজর থাকে টাকা পয়সার দিকে, আর নিঃসম্বল সবুরকারী দরিদ্র ধার্মিকের দৃষ্টি থাকে শুধুমাত্র আল্লাহর দিকে।”
লেখাঃ DM Rahat