মাওলানা রুমীর ইশকের বর্ণনায় এক আশেকের ঘটনা।
মসনবী শরীফে’ মারফত জগতের সম্রাট মাওলানা রুমী (রহঃ) ইশকের বর্ণনা দিয়ে বলেন-
একদা হযরত মুসা (আঃ) তুর পাহাড়ে গমনের পথে এক আশেককে চিৎকার করে বলতে শুনলেন, আল্লাহ তুমি কোথায়? তোমাকে পেলে আমি সাবান দিয়ে ভালো করে গোসল করিয়ে নতুন জামা পরিধান করিয়ে দিয়ে তোমার রূপের তামাশা দেখতাম। তোমাকে ভালো করে খাবার খাওয়াতাম। তোমার আপাদমস্তক দাবায়ে ঘুম পাড়াতাম। হযরত মুসা (আঃ) রাগান্বিত হয়ে বললেন, তুমি এসব কি বলছো? তুমি কাফের হয়ে গেছ, হযরত মুসা (আঃ) এর ভয়ে লোকটি পলায়ন করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নিকট হতে হযরত মুসা (আঃ) এর নিকট ওহি আসল।
মাওলানা রুমীর (রহঃ) এর ভাষায়-
“ওহী আহমদ ছোয়ে মুসা আজ খোদা
বান্দায়ে মা-রা ছেরা করদি জোদা
তু-বরায়ে ওয়াছলে করদন আমদী
নয়ে বরায়ে ফসলে করদন আমদী।”
– (মসনবী শরীফ)।
অর্থাৎ; হে মুসা! তুমি আমার মুক্ত প্রেমিককে তিরষ্কার করে তাড়ালে কেন? সে তো মুক্ত ইশকের অধিকারী।সাধারণ মানুষ এরকম কথা বললে কাফির হয় বটে, কিন্তু মুক্ত ইশকের দিওয়ানা হয়ে আমার প্রেমিক যখন এসব কথা বলছিল, তখন আমি আল্লাহ খুশি হয়ে লা-মাকাম থেকে কুদরতের নজরে তার দিকে কুদরতের জবানে মুচকি হাসছিলাম। মুক্ত ইশকের উপর শরীয়তের কোন ফতোয়া নেই।