
গাউছে পাকের গোলামদের কোন চিন্তা নাই। যদি তিনি দয়া করে গোলাম বানায়।
১.
বাল্য কালে গাওছে পাক বাগদাদে যায়
রাস্তার ধরলো ডাকাতেরা ডাকাতির আশায়,
বাবার নজর পেয়ে তারা অলী হয়ে যায়।
২.
শত শত মানুষ কান্দে বাবার আস্তানায়
বাবার নজর পাইতে তারা ধরে বাবার পায়,
চোরকে বাবা অলী বানায় চোখের ইশারায়।
৩.
এক মহিলার সাতটি মেয়ে কাদে বাবার আস্তানায়
একটি ছেলে দেন গো বাবা এই ভিক্ষা চাই,
বাবার দয়ায় সাতটি মেয়ে ছেলে হয়ে যায়।