হযরত খাজা এনায়েতপুরী (রহঃ) এর ১টি কারামতঃ

হযরত খাজা এনায়েতপুরী (রহঃ) এর ১টি কারামতঃ

বিশ্বওলী খাজাবাবা হযরত ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের নিজ লেখনিতে আপন পীর হযরত খাজা এনায়েতপুরী (রঃ) এর একটি কারামতঃ

আমার পীর কেবলাজান, হযরত খাজাবাবা শাহসূফী এনায়েতপুরী (কুঃ) ছাহেব ছিলেন এমন উচু স্তরের এক ওলী যাহার সম্পর্কে বলা যায় যে হযরত মুজাদ্দেদ আলফেসানী (রাঃ) ছাহেবের পরে এত বড় ওলী ভূপৃষ্ঠে আর কদম রাখেন নাই। এই প্রসঙ্গে আমার জানা একটি ঘটনা তোমাদের বলিঃ-

পীর কেবলাজানের (খাজা এনায়েতপুরীর) একজন ভক্ত নাম নলিনী ঘোষ। কোলকাতায় এক বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরী করিতেন। নলিনী ঘোষ কেবলাজান হুজুরের বহু খেদমত করিয়াছেন। পীর কেবলাজান তাহার খেদমতে সন্তুষ্ট হইয়া বলিতেন, “নলিনী আমার যে খেদমত করিয়াছে, আপন ঔরসজাত সন্তানও তাহা করে না।” একবার নলিনী ঘোষ পীর কেবলাজানের কদমে খেদমত করিতে আসিয়াছেন। একটানা একুশ দিন কেবলাজানের কদমে খেদমতে রহিলেন।

২১ দিন পর পীর কেবলাজান তাহাকে জিজ্ঞাসা করিলেন, বাবা নলিনী, আপনি তো একটা চাকুরী করিতেন। চাকুরীটা এখন নাই? নলিনী ঘোষ উত্তরে বলিলেন, ‘হুজুর, আজ ২১ (একুশ) দিন যাবত আমি দরবারে। মনে হয় চাকুরীটা নাই।” কেবলাজান হুজুর পুনরায় জিজ্ঞাসা করিলেন, কেন? নলিনী ঘোষ বলিলেন, যে প্রতিষ্ঠানে চাকুরী করি, সেই প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ বড় কড়া। ছুটি মঞ্জুর না করাইয়া দুই দিনও অনুপস্থিত থাকিলে চাকুরী থাকে না। আমি আজ একুশ (২১) দিন যাবৎ অনুপস্থিত। কাজেই আমার চাকুরীটা নাই।

পরের দিন সকালে পীর কেবলাজান হুজুর নলিনী ঘোষকে বিদায় দিলেন। নলিনী ঘোষ বিদায় লইয়া কোলকাতায় গেলেন। পরদিন কম্পিত হৃদয়ে ধীরে ধীরে অফিস কক্ষে প্রবেশ করিয়া চারিদিকে তাকাইতে লাগিলেন যেন কেহ তাহাকে তাহার অনুপস্থিতির কথা জিজ্ঞাসা করে কিনা? কিন্তু কেহই তাহাকে তাহার অনুপস্থিতির কথা জিজ্ঞাসা করিল না। নিজের চেয়ারে বসিয়া হাজিরা খাতা খুলিয়া দেখিলেন যে, বিগত ২১ দিনই তিনি উপস্থিত ছিলেন এবং বিগত কয়েকদিনের কাজ সবই ঠিকঠাক অবস্থায় পাইলেন।

আশ্চর্য হইয়া তাহার সহকর্মীকে জিজ্ঞাসা করিলেন যে বিগত কয়েকদিন তাহার চেয়ারে বসিয়া কে এইসব অফিসিয়াল কাজ কর্ম করিয়াছেন? সহকর্মী বলিলেন, কেন-আপনিইতো করিয়াছেন। নলিনী ঘোষের বুঝিতে আর বাকী রহিল না যে, অভূতপূর্ব এই কান্ড হযরত খাজাবাবা এনায়েতপুরী (কুঃ) ছাহেবের।

তিনি ভীষণ ভাবে অভিভূত হইলেন এবং পার্শ্ববর্তী রূমে যাইয়া কিছুক্ষণ অঝর নয়নে কাঁদিলেন। মনে মনে ভাবিলেন, এমনি এক অপূর্ব ক্ষমতা লইয়া হযরত খাজাবাবা এনায়েতপুরী (কুঃ) ছাহেব দুনিয়ায় আসিয়াছেন, যাহার কোন উপমা বা দৃষ্টান্ত নাই। তাহার তুলনা কেবল তিনিই।

তথ্যসূত্রঃ শাহসূফি খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের নসিহত-সকল খন্ড একত্রে, নসিহত নং-১১৯, পৃষ্টা নং ৯৯০।

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel