পরহেজগার সম্পর্কে মুজাদ্দেদ আলফেসানী (রাঃ)’র ১০টি উপদেশ।

পরহেজগার সম্পর্কে মুজাদ্দেদ আলফেসানী (রাঃ)’র ১০টি উপদেশ।

হযরত মুজাদ্দেদ আলফেসানী (রাঃ) ছাহেব বলেন, পরহেজগার হতে হলে ১০টি কাজকে নিজের জন্য অবশ্য কর্তব্যরূপে গ্রহণ করতে হবে।

কাজগুলি হচ্ছেঃ

(১) স্বীয় জিহবাকে পরের দোষচর্চা হতে বিরত রাখা।

(২) অপরের সম্পর্কে খারাপ ধারণা পোষণ হতে বিরত থাকা।

(৩) হাসি-তামাসা ও বিদ্রুপ-উপহাস হতেও বিরত থাকা।

(৪) হারাম বস্তুর প্রতি দৃষ্টিপাত করা থেকে বিরত থাকা।

(৫) সত্যভাষী ও সত্যাচারী হওয়া।

(৬) সর্বাবস্থায় আল্লাহর নেয়ামতের শোকরিয়া আদায় করা।

(৭) ধন-সম্পদ আল্লাহর পথে ব্যয় করা এবং অন্যায় পথে ব্যয় না করা।

(৮) পরম নিষ্ঠার সহিত নামাজ আদায় করা।

(৯) পার্থিব ব্যাপারে নিজের সম্পর্কে উচ্চাভিলাষী না হওয়া।

(১০) দৃঢ়তার সহিত আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদ অনুসরণ করা।

তথ্যসূত্রঃ প্রনেতা-হযরত আবুল্লাইস আনসারী।
জীবনীগ্রন্থঃ হযরত মুজাদ্দেদ আলফেছানী (রাঃ)

বিনিতঃ আক্তার হোসেন কাবুল।

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel