হোমপেজ বাণী ও উপদেশ জিয়াউল হক মাইজভান্ডারীর অমৃত বাণী সমাহার।

জিয়াউল হক মাইজভান্ডারীর অমৃত বাণী সমাহার।

3929
Advertisement:
IPL 2024: ফ্রিতেই IPL Live Cricket খেলা দেখুন Full HD তে

জিয়াউল হক মাইজভান্ডারীর অমৃত বাণী সমাহার।

সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ছিলেন মাইজভান্ডারী তরীকার এবং তিনাকে শাহেনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কাদ্দাছা ছিরহুল আজিজ) নামে ডেকে থাকে।

জন্ম: ২৫ ডিসেম্বর, ১৯২৮

ইন্তেকাল : ১৩ অক্টোবর, ১৯৮৮

১.
পকেটে এক টাকা নাই, লাখ লাখ টাকার গল্প করে এমন লোক থেকে দূরে থাকবে।

২.
মানুষ আমার কাছে আসে টাকার জন্য, চাকুরীর জন্য, ব্যবসার উন্নতির জন্য, রোগ থেকে মুক্তি ইত্যাদি দুনিয়াবী লাভের আশায়। ওসব পার্থিব ব্যাপারে কি এত কাছে আসতে হয়? গেটের বাইর হতে বাতি একটা জ্বালিয়ে আমার ঘেরা বেড়াকে বলে গেলেও কাজ হয়ে যায়। আল্লাহর খোঁজে, হেদায়তের জন্য কেউ আসে না।

৩.
শিশুরা মাসুম, আল্লাহর অলি।

IPL 2024: ফ্রিতেই IPL Live Cricket খেলা দেখুন Full HD তে

৪.
দরবারে হিন্দু-মুসলমান কোন ভেদাভেদ নাই। সব এক আল্লাহর সৃষ্টি।

৫.
নামাজ পড়বেন, সমস্যা থাকবে না।

৬.
নামাজ আল্লাহর হিকমত। নামাজ না পড়লে হিকমতের ক্ষতি হয়।

৭.
নিজের ভেতর দৃষ্টি দাও, বহির্জগতের চেয়েও অপরূপ সুন্দর দৃশ্যাবলী দেখতে পাবে।

৮.
নিয়মিত নামাজ রোজায় অভ্যস্ত হলে আয় বৃদ্ধি, রোগশোক মুক্তি ও দেহমন সুস্থ থাকে।

৯.
কাজের জন্যই জগৎ জীবন ও আল্লাহ-রাসূলের বিধান। যে কোন ভাল কাজ আল্লাহর ইবাদত।

১০.
আল্লাহর সৃষ্টি বড় বৈচিত্রময়, সৃষ্টি অবলোকন করছি। সৃষ্টিকে অবলোকন করবেন, তাতে জ্ঞান হয়।

১১.
দরবার হতে কিছু পেতে হলে ভক্তি শ্রদ্ধায় মানতে হয় এবং সাধ্য অনুসারে নিয়ত মানত করে চাইলেই আশা পূর্ণ হয়।

১২.
মানুষের সেবা করাও আল্লাহর এবাদত।

১৩.
শিশু-কিশোরদের দরবারে আনা নেওয়া ভাল। এতে তারা আদব-আখলাক বুঝ-জ্ঞান দয়া-রহমত পাবে।

১৪.
আল্লাহর অলিরা মানুষের রূহানী পিতা। তাই বাবা বলে ডাকা উচিৎ। নতুবা ফয়েজ রহমত পাওয়া যায় না।

১৫.
মঙ্গলের জন্যই তো আল্লাহ দেশ-দুনিয়া সৃষ্টি করেছেন। অমঙ্গল হবে কেন? দেখছেন না আল্লাহর রহমত অবিরত বর্ষিত হচ্ছে!

১৬.
সব টাকা ভাল নয়, তাই পুড়তে হয়।

১৭.
কৌশলে কঠোর কঠিন কাজও সহজে করা যায়।

১৮.
এ দুনিয়া তো মুসাফির খানা! হুজরা শরীফ নির্দিষ্ট কোন জায়গা নয়। আওলিয়ারা এক এক সময় এক এক স্থানে বিরাজ করেন।

১৯.
আল্লাহ জন্মগ্রহণ করেন না এবং কাউকে জন্মও দেন না। অথচ তিনিই তো জন্মদাতা-সৃষ্টিকর্তা, সৃষ্টির এ রহস্য কয়জনে বুঝেছি।

২০.
আমরা কি টাকা রোজগার করতে এসেছি? টাকা-কড়ি দুনিয়া পূজার জন্য মানুষের সৃষ্টি হয়নি। টাকা পয়সা জীবনকে কলুষিত করে; আল্লাহর সম্পর্ক ভুলিয়ে রাখে। অসৎ উপায়ে অর্জিত সম্পদ মাত্রই কলুষিত।

২১.
মহব্বতের লোকজনদের দেখাশোনা না করলে মহব্বত মরে যায়।

২২.
লতা কি গাছ ছাড়া উঠতে পারে? আল্লাহ কি বান্দা ছাড়া থাকতে পারে?

২৩.
জ্ঞানের যে সাধনা মনে উদারতা ও চরিত্রে দৃঢ়তা আনে সেটাই সঠিক জ্ঞান।

২৪.
রূহের মত মহব্বত ও আল্লাহর নূর, রূহ যেমন দেখা যায় না মহব্বতও তেমনি অদৃশ্য। রূহ দেহের সাথে, মহব্বত মানুষসহ সকল কিছুর সাথে সম্পর্কিত।

২৫.
মনে রাখবেন, পরস্পর সহযোগিতা ছাড়া সমাজে কেউ একা বাঁচতে পারে না।

২৬.
হালাল খাও, নামাজ পড়, আল্লাহ আল্লাহ জিকির কর, সব সমস্যা মিটে যাবে।

২৭.
হজ্বের টাকায় দুঃস্থ মানুষের সেবা হজ্বে আকবর।

২৮.
ধনী-গরীব কোন কথা নয়, সবাই মানুষ, মানুষে মানুষে প্রীতিভাব থাকা প্রয়োজন।