ধূমকেতুর দাবি (উৎসর্গঃ কাজি নজরুল ইসলাম)
কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে নিবেদিত কবিতাঃ-
“ধূমকেতুর দাবি”
লেখনী:-মধুসূদন জানা
প্রথম পূর্ণ স্বাধীনতার দাবি নিয়ে
জেগে উঠেছিল ধূমকেতু,
বার্তা ছিল স্বাধীনতার।
ধুমকেতুর হুংকারে কাঁপিয়ে
দিয়েছিল জনমানস,
চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল যুবসমাজে।
১৯২২ এর ১১ আগস্ট পূণ্যপ্রভাতে,
জাগরিত হলো বিদ্রোহের ভাষা নিয়ে,
তাই তিনি বিদ্রোহী কাজী নজরুল।
সম্পাদনায় দিলেন হাত,
পথ চলাতে দাম ছিল এক আনা,
তার বিনিময়ে ধুমকেতু।
অর্ধ সাপ্তাহিকে প্রকাশিত হলো
পৃষ্ঠা সংখ্যা নিয়ে আট,
রবীন্দ্রনাথ দিলেন শুভেচ্ছা বার্তা
ছড়িয়ে পড়লো পথ ঘাট।
জগুবাবুর বাজারে বিক্রি হত
ধুমকেতুর সংখ্যা,
কাড়াকাড়ি পড়ে যেত পত্রিকায়
এলে নতুন সংখ্যা।
স্বাগত জানিয়েছিলেন বহু মানুষ
শরৎচন্দ্র,কালিদাস,উপেন্দ্রনাথ,বারীন।
উৎসাহ পেয়েছিল অনেকের কাছে।
ধুমকেতুর জন্য কারাবাস
কবিতার জন্য কারাবাস
তিনিই আমাদের নজরুল।
ধূমকেতুর সম্পাদক,স্বত্বাধিকার,সারথী,
নজরুল সবই,
স্বাধীনতা পেতেই হবে
ধূমকেতুর দাবি।।