হোমপেজ আধ্যাত্বিক গান ও কালাম (লিরিক্স) কে কর রে রুপ নিশানা (আধ্যাত্মিক গান)

কে কর রে রুপ নিশানা (আধ্যাত্মিক গান)

কে কর রে রুপ নিশানা (আধ্যাত্মিক গান)

কে কর রে রুপ নিশানা
সঙ্গে করে নিয়ে যাও না
মধ্য নদে ডুবল তরি
বইটা কানা ভাঙ্গা।

ভেলা শেষে পাবো কি রে
স্বরুপ রুপের ঠিকানা
আমায় তো নিলানা তুমরা
করলে অবহেলা।।

ভাঙ্গা বৈটা জল সরে না
নাউয়ে পায়না জুর
যে কূলে যাইবার কথা আমার
ঐ কূল নসিব হইল না।

– আশরাফ উদ্দিন