কামের ঘাটে মাইরা তালা (তত্ব গীতি)
কামের ঘাটে মাইরা তালা,
প্রেমের তরী উজান চালা।
ভবো দরিয়ায় উঠলে তুফান,
মনিকোঠায় রাখিস তুই ধ্যায়ান।
সাগরে তে উঠিলে ফেনা,
কামের তরী আর বাইয়ো না,
পাড়ে তে ডুবলে তরী,
নাগিনীর ছোবলে প্রাণ হারাবি।
যদি করিতে চাও মন গুপী সাধন,
সুক্ষ্য ভক্তি আর শুদ্ধ প্রেমে,
ভজে লগা ঐই মন মহাজন।
মদন তোর হইলে অধিন,
নৌকা চালাবি হইয়া স্বাধীন,
ঘরে ১৩ বাইরে ১২ আগে,
সেই বেদ্য জেনে করো।
মহা মায়া তুষ্ট না হলে,
খোদার সন্তুষ্টি কিসে মিলে,
দয়াল তানজিম চাঁনের নামের বলে,
ভাঁটির নৌকা উজান চলে।
বৈরাবরীর কৃপা হলে,
অতল সাগরে মুক্ত মিলে।
কথা- পথিক রনি