সুফি নূর মুহাম্মদ নিজামপুরী (রহ.) কবিতায় স্মরণ
সুফি নূর মুহাম্মদ নিজামপুরী (রহ.) কবিতায় স্মরণ
-মুহাম্মদ নাসেরউদ্দিন আব্বাসী
উনিশ সালের শ্রেষ্ঠ সুফি
নূর মুহাম্মদ নিজাম সাহেব,
কুতুব আলেমেরই সন্তান
দায়রা শরীফেরই কাতেব।
চট্রলার মালিয়াশ জন্ম
মাদ্রাসায় হয় তিনি ভর্তি,
পীরে সৈয়দ আহমদের
এলেম জ্ঞানে পাই যে তৃপ্তি।
যুদ্ধে লাগে পায়ে গুলি
শিয্য যে ফতেহ আলী,
কলকাতারই আলিয়াতে
অধ্যাপক পাই ফুলের ডালি।
মসজিদ মাঝে অবস্থান যে
স্রষ্টার মহিমায় হয় সবর,
তাহার পিতা এক দার্শনিক
মিরেশ্বরায়েতে কবর।
লেখা- মুহাম্মদ নাসেরউদ্দিন আব্বাসী,
প্রপৌত্র, হজরত পীর গোলাম সালমানী আব্বাসী ফুরফুরাবী রাহ.