সুফি সৈয়দ ফতেহ আলী ওয়াসি (রহ:)’র শানে (আধ্যাত্মিক কবিতা)
কুতুবুল ইরশাদ রসূলনোমা
পরিচিত যে সৈয়দ ফতেহ আলি,
চট্রগ্ৰাম মল্লিক সোবহানে জন্ম
বিখ্যাত যিনি ফারসি কবির তুলী।
ওয়ারেস আলী সায়েদার সন্তান
ধসা শরীফেয় জ্ঞানচর্চা করান,
খলিফা হজরত আলীর বংশের
হুগলির মাদ্রাসায় বাচ্চা পড়ান।
কলকাতা আলিয়া অধ্যাপক ছিল
তাঁহার সহধর্মী ফতেমা নতুন,
নূর মুহাম্মদ নিজামপুরী গুরু
ঔরসজাত কন্যা জোহরা খাতুন।
মুর্শিদাবাদেরই পুনাশীতে বাসা
সবারই বিখ্যাত খলিফা হাজার,
দিওয়ানে ওয়সী গ্রন্থের জনক
কলকাতা মানিকতলায় মাজার।
লেখক:- কবি মুহাম্মদ নাসেরউদ্দিন আব্বাসী
প্রপৌত্র পীর গোলাম সালমানী আব্বাসী ফুরফুরাবী রাহ.