নামাজের অর্থ: (নামাজের ভেদ কথা)

নামাজ তত্ব (নামাজের ভেদ কথা)

পূর্ণ হইযে নামাজ পড়িলে হুজরী দেলেতে।
এর বাণী প্রচারিল নবী হাদিসেতে।

নামাজের অর্থ:-

নামাজকে আরবীতে ছালাত বলে ছালাতের মূল অক্ষর ছােয়াত, লাম আলিফ উচ্চারণ ছাল্লা আরবী অভিধানে ইহার অর্থ দোয়া করা। তাজিম করা রহমত, দরূদ, অগ্নিজালন, অগ্নি মধ্যে ত্বালা ও বাঁকা জিনিসকে অগ্নিতে পােড়াইয়া সােজা করা। তবে আমাদের ইসলামী মােহাম্মাদি শরিয়তে এক নিদৃষ্ট এবাদতের নাম। ইহা মজলুম বাহারে নেহারা ও এবনুল আছরে বর্ণিত আছে। এই নামাজ হযরত আদম আঃ হইতে আরম্ভ হয়। কিন্তু মেরাজ শরীফ হইতে ৫ ওয়াক্ত আমাদের উপর ফরজ হয়।

-মৌলভী শামসুদ্দীন আহমেদ।
-খাদেম, বিশ্ব জাকের মঞ্জিল।

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel