তাসাউফের দৃষ্টিতে রোজার হকিকত

মারেফতের দৃষ্টিতে রোজাকে তিন ভাগে ভাগকরা হয়েছেঃ-

যেমন: –
১/ সাধারণ শ্রেণীর রোজা,
২/ মাধ্যম শ্রেণীর রোজা,
৩/ উচ্চ শ্রেণীর রোজা,

(১) পানাহার কামাচার থেকে বেঁচেথাকাকে সাধারণ শ্রেণীর রোজা বলে।

(২) পানাহার, কামাচার, আর পাপাচার থেকে বেঁচে থাকাকে মাধ্যম শ্রেণীর রোজা বলে।

(৩) এবং পানাহার, কামাচার, পাপাচার ও সমস্ত পাপের কল্পনা হতে বেঁচে থেকে সর্ব অবস্থায় আল্লাহর সরনে থাকাকে উচ্চ শ্রেণীর রোজা বলে, ইহাই হাকিকতে রোজা।

আর সর্ব অবস্থায় আল্লাহর জিকিরে থাকার জন্য ক্বালবে জিকির জারি অবশ্যক।

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel