সিনার জ্ঞান কি

সিনার জ্ঞান:

যে জ্ঞান সাধনার মারফতে স্বীয় সত্তা হতে অভিনবরূপে উদয় হয় তাকে সিনার জ্ঞান বলে। অর্থাৎ যে জ্ঞান আপন রবের নিকট থেকে কোন মাধ্যম ব্যতীত অহি তথা ইলহাম দ্বারা কলবে উদয় হয় তাকে সিনার জ্ঞান তথা ইলমে লাধুনিক জ্ঞান বলে।

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel