মেরাজ শব্দের অর্থ
মেরাজ শব্দের সাধারণ আভিধানিক অর্থ হল- উর্ধ্বলোকে গমন। যার আরেক ভাব অর্থ হল আল্লাহর সাথে দেখা-সাক্ষাত। এটাকে কুরআনে ‘ইসরা’ও বলা হয়েছে। সাধারণ ভাবে আমরা মেরাজ বলতে বুঝি মুহাম্মদ (সঃ) পঞ্চম হিজরীতে যেই রাতে সপ্তম আকাশে পরিভ্রমণ করেছিলেন এবং আল্লাহর সাথে দেখা সাক্ষাত করেছিলেন। মেরাজের রাতের এই সময়সীমা ছিল ২৭ বছর।