হোমপেজ প্রয়োজনীয় শব্দার্থ বিদ্যা – শব্দের মানে কি?

বিদ্যা – শব্দের মানে কি?

611

বিদ্যা – শব্দের মানে কি?

বিদ্যা শব্দের মানে: পুথি বা গ্রন্থ থেকে যে তথ্য বা ধারনা সংগৃহীত হয় তাকে বিদ্যা বলে। পুথির সাথেই বিদ্যার প্রত্যক্ষ সম্পর্ক। কারণ বিদ্যার ধারক ও বাহকদেরকে বলা হয় বিদ্বান (পন্ডিত)। তারা কথায় কথায় পুতি বা কেতাবের বরাত দিতে ভালবাসে।