হোমপেজ আধ্যাত্মিক প্রশ্ন ও উত্তর আধ্যাত্মিক প্রশ্নোত্তর (পর্ব-০৪)

আধ্যাত্মিক প্রশ্নোত্তর (পর্ব-০৪)

911

আধ্যাত্মিক প্রশ্নোত্তর (পর্ব-০৪)

২০.
শিষ্যঃ যৌনতার মাঝে কি সাধনা আছে প্রভু?

গুরুঃ না। যৌনতায় মাঝে সাধনা নেই, তবে সাধনায় যৌনতা চলেও আসতে পারে।

২১.
শিষ্যঃ প্রভু! ঠিক বুঝে উঠতে পারি নি। সাধনার মধ্যে কিভাবে যৌনতা চলে আসতে পারে?

গুরুঃ ধরো তুমি তোমার স্ত্রীকে খুবই ভালবাসো, কিন্তু এই প্রেমে বহিঃপ্রকাশের জন্য যৌনতা আবশ্যক হয়ে দাড়ায়। প্রেমই ত প্রকৃত সাধনা। প্রেমের প্রকাশ ঘটাতে যৌনতা কখনো কখনো চলে আসতে পারে। কিন্তু সেটা শুধু প্রেমের ক্ষেত্রে স্থান কাল পাত্র বিবেচনায়। কিন্তু যৌনতায় কোনো সাধনা নেই।

২২.
শিষ্যঃ শুনেছি রতি সাধনা নামে এক সাধনা আছে, সেখানে নাকি যৌনতাই মূখ্য বিষয়। কিন্তু আপনার কথার সাথে সেগুলোর মিল পাচ্ছি না প্রভু।

গুরুঃ দেহের সকল কামনাকে নিজের অধীন করে নেওয়ার ক্ষমতা অর্জনই রতি সাধনার মূল উদ্দেশ্য। যৌন ক্ষমতা বৃদ্ধি করে নারী ভোগের জন্য রতি সাধনা নয়। রতি সাধনের উদ্দেশ্য কামশক্তিকে নিয়ন্ত্রনে রাখা। মনকে কাম হতে বিরত রাখার সক্ষমতা অর্জন করা।

২৩.
শিষ্যঃ কিন্তু প্রভু অনেকেই ত রতি সাধনার নামে যৌন কামনায় মত্ত হয়ে কামলীলায় নিজেকে ডুবিয়ে রাখছে।

গুরুঃ ফুল থেকে মৌমাছি আহোরন করে মধু আর মাঁকড়শা আহোরন করে বিষ। অনুরূমভাবে দুষ্টুরা সাধনার নামে করে নোংরামী, আর সাধকরা করে আত্মনিয়ন্ত্রণ।

২৪.
শিষ্যঃ রতি সাধনা নাকি সব সাধনার উর্দ্ধে?

গুরুঃ ভুল। রতি সাধনা হল দম সাধনার একটা অংশ। মনকে নিয়ন্ত্রণ এর জন্যেই এই সাধনা করা হয়, আর মন নিয়ন্ত্রণ হলে দেহের সবকিছুই নিয়ন্ত্রনে আনতে সহজ হয়ে উঠে সাধকের জন্য।

২৫.
শিষ্যঃ প্রভু! গুলিয়ে যাচ্ছি কিছুটা। আমার ক্ষুদ্র ভান্ডে এতো সূক্ষ্ম কথা ধারণ করতে পারছি না। কৃপা করে আমাকে রতি সাধনা সম্পর্কে বিস্তারিত বলুন।

চলবে….

» পরবর্তী পর্ব শুলো দেখুন

লেখাঃ DM Rahat