আলী আসগরের বুকে তীর নিক্ষেপ

আলী আসগরের বুকে তীর নিক্ষেপ

— সৈয়দ কুতুবউদ্দিন আহমেদ আল হোসাইনী চিশতী

মোঃ নজরুল ইসলাম লিখিত ‘নূরদর্শন’ গ্রন্থের ৪১ পৃষ্ঠায় লিখিত আছে, “যখন শিশু আসগরকে (আ.) হযরত ইমাম হোসাইন (আ.) মহাপবিত্র কোল মোবারকে তুলে শত্রু শিবিরের কাছে গিয়ে শিশুকে একটু পানি দেয়ার জন্য অনুরোধ করলেন, পানির বিনিময়ে শত্রুরা আসগরকে (রা) লক্ষ্য করে তীর নিক্ষেপ করল। সাথে সাথেই আসগর (আ.) ভূপৃষ্ঠে পড়ে গেলেন এবং নিমিষের মধ্যেই ইহলোক ত্যাগ করলেন। তৎক্ষণাৎ হযরত হোসাইনের (আ.) হাতে তিন ফোটা পবিত্র রক্ত ত্রিভুজ আকারে জমা হয়ে গেল।

তখন তিনি আকাশ, বাতাস ও জমিনকে এই মহাপবিত্র রক্ত গ্রহণ করার জন্য অনুরোধ জানালে সকলেই উত্তর দিল যে, যদি তারা এই মহাপবিত্র রক্ত গ্রহণ করে তবে কেয়ামত পর্যন্ত পৃথিবীতে চন্দ্র-সূর্যের আলো আসবে না। অনাদিকাল পর্যন্ত পৃথিবীতে শস্য উৎপাদন হবে না। কারণ এই পবিত্র রক্ত গ্রহণ করার মতো শক্তি পৃথিবীর কোনও কিছুরই নেই। অতঃপর হযরত হোসাইন (আ.) উক্ত রক্ত মোবারক নিজের মুখমণ্ডলে মুছে আল্লাহতায়ালার শুকর গুজারী করলেন । আর মুখে উচ্চারণ করলেন, “হে আল্লাহ, ধৈর্যধারণ তোমার জন্যই”।

সূত্র- নিয়ামতে খোদা আহলে বাইতে মোস্তফা

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel