হোমপেজ কারবালা ও ইমাম হোসাইন হোসাইন (আঃ) আল্লাহর বিশাল এক রহস্য

হোসাইন (আঃ) আল্লাহর বিশাল এক রহস্য

হোসাইন (আঃ) আল্লাহর বিশাল এক রহস্য

হযরত ইব্রাহীম আঃকে বলা হয়েছিলো তোমার প্রিয় বস্তু কুরবানী করার জন্য তিনি ভেবে দেখলেন, উনার কাছে উনার পুত্র ইসমাইল আঃ এর চেয়ে প্রিয় কেউ নয়, এবং ইব্রাহীম আঃ পুত্র ইসমাইল আঃকে কুরবানির দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন, কিন্তু আল্লাহ ইসমাইল আঃ এর বদলে পশু কুরবানী করিয়ে নিলেন।

তার আগে ইব্রাহীম আঃ কাবা নির্মান কার্য্য শেষ করে আল্লাহর নিকট দোয়া চায়লেন যে রাসুল সাঃ কে যেনো উনার বংশে দেওয়া হয় এবং আল্লাহ তা কবুল করলেন। এবং রাসুল সাঃ এর আহালে বায়াত পাঞ্জাতনের শেষ অংশীদার ছিলেন হযরত ইমাম হোসাই আঃ। আল্লাহ সেই ইসমাইল আঃ এর বদলে পশু কুরবানী যেনো মাওলা হোসাইন আঃ কে দিয়ে সম্পূর্ণ করলেন। এটাকি রহস্য নয়?

আবার রাসুল সাঃ হোসাইন আঃকে উদ্দেশ্য করে বলেছে হোসাইন আমা হতে এবং আমি হোসাইন হতে। রাসুল সাঃ থেকে সারা জাহান ঠিক আছে কিন্তু সেই রাসুল সাঃ নিজে বলছে আমি হোসাইন হতে এটা কি রহস্য নয়?

যতদুর শুনেছি হোসাইন আঃ এর চেহারা মোবারক ও রাসুল সাঃ এর সাথে মিলতো হঠাত কেউ দেখলে নাকি ধোকা খেতো এটা কি রহস্য নয়? যে আহলে বায়াতকে আল্লাহ এতো ভালোবাসতেন তাকে এমন ত্যাগ স্বীকার করতে হলো এটা কি রহস্য নয়? মাওলা হোসাইন আঃ সেদিন চায়লে কারবালার ময়দানে পানির বন্যা বয়ে যেতো শত্রুরা পরাজয় হয়ে পালাতো কিন্তু তা করেন নি এটা কি রহস্য নয়?

সেদিন তিনি পরাজয়ী হননি হয়েছেন জয়ী আত্মত্যাগের সম্রাট। হে মাওলা তুমিই জানো তোমার ভেদ।

– মেহেদী হাসান।