মাওলা আলীর শান-মান: পর্ব-৩৯
দয়াল রাসূল পাক (সাঃ) বলেছেনঃ
حُبُّ عَلِيٍّ بَرَاءَةٌ مِنَ النَّارِ.
আলীর প্রতি ভালোবাসা আগুন থেকে মুক্তির কারণ।
(আল ফেরদৌস ২:১৪২/২৭২৩)।
জাহান্নামের আগুন থেকে মুক্তির একমাত্র পথ মাওলা আলীকে ভালোবাসা। মাওলা আলীকে ভালোবাসা ব্যতীত জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার পথ খোলা নেই। মাওলা আলীকে ভালোবেসে সবকিছু তাঁর নুরময় কদমে বিসর্জন দেওয়ার নামই ঈমান। মাওলা আলী বীণে সকল মুক্তির দরজা বন্ধ। মুক্তির একমাত্র দরজা হলো মাওলা আলী। মাওলা আলীর দরজা দিয়ে প্রবেশ করেই আল্লাহ এবং রাসূলকে পেতে হয়।
এই জন্যই সাহাবীরা মাওলা আলীর দিকে তাকিয়ে থেকে ইবাদত করতো। কারণ মাওলা আলী স্বয়ং ইবাদত। মাওলা আলীকে ভালোবাসার চেয়ে পূণ্য ইবাদত আর কিছু নাই। মাওলা আলীকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারলে, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে।
নিবেদক : অধম পাপী মোজাম্মেল পাগলা।