হোমপেজ আহলে বায়াত (পাকপাঞ্জাতন) মা ফাতিমা (আ:) কে নিয়ে নতুন কবিতা (জগৎ জননি মা তুমি)।

মা ফাতিমা (আ:) কে নিয়ে নতুন কবিতা (জগৎ জননি মা তুমি)।

মা ফাতিমা (আ:) কে নিয়ে নতুন কবিতা (জগৎ জননি মা তুমি)।

জগৎ জননী মা তুমি।

(মাহাবুব তালুকদার)

জগৎ জননী মা তুমি,
জগৎ করিবে উদ্ধার,
তোমার দয়া বিনে মা গো,
কে করিবে পার।

হিন্দু মুসলিম খ্রিষ্টান
সকলেরই মাগো তুমি,
তুমি করিও পার,
তরাই লইও এই অধমেরে।

মায়ের কাছে সন্তান
যতই করুক দোষ,
সকলই মুছিয়ে দিও,
এই কামনা মোর।

তুমি মাগো দয়ার সাগর,
তুমি বিনে কোথায় পাবো
মাগো এমনও চাদর।

জগৎ জননী মাগো
তুমি জগৎ জননী,
তোমার দয়া হতে মাগো
মোরে করিওনা বঞ্চিত।

তোমা বিনে
এই অধমের নাইগো কূল,
দয়ার সাগর মাগো দয়ার সাগর।

লেখা: মাহাবুব তালুকদার