বাড়ির পাশে আরশি নগর- একঘর পড়শি বসত করে (লালনের গানের ব্যাখ্য)
বাড়ির পাশে আরশি নগর-
একঘর পড়শি বসত করে
আমি একদিনও না দেখিলাম তারে।
“আরশি” অর্থ আয়না। আর “পড়শি” হল নিজেরই অদেখা রূপ (অন্তরাত্মা)। “আরশি নগর” প্রজ্ঞার সেই স্তর যেখানে মানুষ নিজেকে দেখতে পায়…যেখানে মানুষ নিজেই নিজের সামনে এসে দাঁড়ায়। এটাই আত্মদর্শন…..রব দর্শনও এটি।
এই আরশি নগরই “আয়না মহল”…লালনের অন্য গানে। নিয়তি এমনই যে…মানুষ নিজেই নিজের পড়শি হয়ে আছে…এক ঘরে থেকেও সে দূরের মানুষ…অন্তর্গত হয়েও চির অধরা।
লালনের এই আকুতি মানুষকে এমন এক প্রশ্নের মুখোমুখি করে দেয়…যা এড়িয়ে যাওয়া হয়তো সম্ভব…তবে উপেক্ষা করা বড় কঠিন। সে আর লালন একখানে রয় – তবু লক্ষ যোজন ফাঁক রে। আমি একদিনও না দেখিলাম তারে।