হোমপেজ লালন সাঁইজির কালামের ব্যাখ্য দমের সঙ্গে কর মিলন অজান খবর জানবি রে মন।

দমের সঙ্গে কর মিলন অজান খবর জানবি রে মন।

1319

দমের সঙ্গে কর মিলন অজান খবর জানবি রে মন।

দমের সঙ্গে কর মিলন
অজান খবর জানবি রে মন;
বিনয় করে বলছে লালন
ঠিকের ঘর ভুলো না।।
– ফকির লালন সাঁই

তিন তারে হচ্ছে খবর শুভ অসুভ যোগমতে
ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে।।
একুশহাজার ছয়শবারে নিত্য যাওয়া আসা করে
পবন ঘোড়ায় চড়ে।

কখনও ডানে, কখনো বামে আবার কখনও সমানে।
কখনও শীতলাময়,কখনও উষ্ণ গরম আবার কখনও
দুইয়ের সংমিলনে।

রিপুর জাগরনে দমের ভাব পরিবর্তন হয়।
রাগ,হিংসা,দেমাগে আর কামাবেশে দম উষ্ণতর
হয় আর দ্রুত গমন করতে থাকে।দমের এ গতিকে দমন
তথা ধরতে পারলে রিপুগুলো নিয়ন্ত্রন করা
সম্ভব।

আবার মনে যখন কোন সিদ্ধান্ত এসে উপস্থিত
হয়,তৎক্ষনাত দমের ধারা দ্বারা বিচার করলে শুভ
ও আসুভ ফলের সংবাদ মিলে।
দমের সাথে কর্ম, সিদ্ধান্ত,চিন্তা,
চেতনা,বুদ্ধির সংমিলন করলে অজান খবর জানতে
পরবে যা সাঁইজি তাঁর কালামে বলেছেন।।

দমের হিসাব করেই সৃষ্টির ছয়দিন নির্নয় করেছেন
সাঁই। যখন চন্দ্র সূর্য্যও সৃষ্টিরত ছিল।
যারা এই ঠিকের ঘরটা ঠিক রাখতে পারে নাই
তাদের ভজন সাধন সব বিফলে।
তাইতো সাঁইজি বলেছেন,
ও তোর ঠিকের ঘরে ভূল পড়েছে মন
কিসে চিনবিরে মানুষ রতন।।

– Ripan Shikdar