হোমপেজ ইলমে মারেফত মুয়াজ্জিন আযানে কি আহ্বান করেন

মুয়াজ্জিন আযানে কি আহ্বান করেন

মুয়াজ্জিন আযানে কি আহ্বান করেন

“হাইয়া আলাল সালাহ,
হাইয়া আলাল ফালাহ।”

অর্থাৎ-
“সালাতের জন্য আস।
কল্যাণের জন্য আস।”

মন্তব্য : যারা শয়তানযুক্ত অশান্ত, কলুষিত ও অস্থির প্রকৃতির তাদেরকে মুহাজ্জিন আহবান করছে সালাতের মাধ্যমে তোমরা শয়তানমুক্ত হও, তথা শান্তি ও কল্যান লাভ কর।

আর আরেক দলকে মুহাজ্জিন আহবান করছেন যারা কল্যাণ লাভ করেছে, যারা শান্তি লাভ করেছে, যারা মঙ্গল অর্জন করেছে তাদের খেতমদ করার জন্য।

সুতরাং শয়তান তথা জিন থেকে মুক্তির জন্য এবাদত শর্ত। আর যারা কল্যাণ লাভ করেছেন তারা সৃষ্টির খেদমতে নিয়োজিত। সুতরাং যারা “হাইয়া আলাল সালাহ” এর অন্তর্ভুক্ত তারা আত্মমুক্তি তথা আত্মপরিচয় লাভের জন্য ইবাদতে রত থাকে। আর যারা আত্মমুক্তি লাভ করেছে তারা সৃষ্টির খেদমতে রত থাকে। তাই তারা “হাইয়া আলাল ফালাহ” এর অন্তর্ভুক্ত।

সুতরাং ইবাদতকারী আবেদ, কল্যাণকারী খাদেম।

নিবেদক: আর এফ রাসেল আহমেদ