মুখের অসংযত কথার ক্ষতি।
জিহ্বা চকমকি পাথর এবং মুখ লোহা স্বরুপ (চকমকি পাথর লোহার উপর ঘর্ষণ করলে আগুন বের হয়-তদ্রুপ),জিহ্বা মুখের সঙ্গে ঘর্ষণে মুখ থেকে যে কথা বের হয় তা আগুন স্বরুপ। অতএব চকমকি পাথর(মুখ) ও লোহাকে অনর্থক ঘর্ষণ দিও না,কখনও অন্যের কথা বর্ণনা করতে, কখনও নিজ আত্মগর্বের বর্ণনা দিতে।
কারণ,সবদিকে অন্ধকার এবং তুলা ছড়ানো রয়েছে, তুলার মধ্যখানে অগ্নিস্ফুলিঙ্গ কিরুপ ভয়াবহ হয় তা সকলেরই জানা।
-জালালুদ্দিন রুমি (রহঃ)
মুখ সংযত রাখার কর্তব্য সম্পর্কে হাদিসে অনেক সতর্কবাণী রয়েছে।
১.রাসুলুল্লাহ (সাঃ) বলেন, জেনে রাখো, বেশিরভাগ মানুষকে দোযখে প্রবেশ করাবে তার দুটি শূন্যগর্ভ বস্তু- একটি মুখ, অপরটি লজ্জাস্থান। (মেশকাত)
২. এক সাহাবী রাসুলুল্লাহ (সাঃ) কে জিজ্ঞেস করলেন, মুক্তির জন্য কিসের প্রয়োজন? রাসুলুল্লাহ (সাঃ) বললেন, তোমার মুখ সংযত রাখো, নিজ গৃহেই (আবদ্ধ) থাকো, আর নিজের গোনাহের উপর কান্নাকাটি করো। (মেশকাত)
৩. এক সাহাবী রাসুলুল্লাহ (সাঃ) কে জিজ্ঞেস করলেন,আপনার মতে আমার জন্য সর্বাধিক ভয়ের জিনিস কী? উত্তরে রাসুলুল্লাহ (সাঃ) নিজের জবান ধরে দেখিয়ে বললেন, এটা। (মেশকাত)
৪. রাসুলুল্লাহ (সাঃ) বলেন, চুপ থাকায় অভ্যস্ত হওয়া ষাট বছরের এবাদত অপেক্ষা উত্তম। (মেশকাত)
৫. রাসুলুল্লাহ (সাঃ) আবু যার (রাঃ) কে বললেন, দুটি স্বভাব অতি সহজসাধ্য, অথচ নেকের পাল্লায় অতি ভারী- চুপ থাকা এবং সদাচরণ। (মেশকাত)
-মছনবী শরীফ
নিবেদক: আহমেদ নাজির