মুসলিমরাও কি মূর্তি পূজা করছে?

মুসলিমরাও কি মূর্তি পূজা করছে?

এখানে সকল ধর্মের মধ্যে কোনো না কোনো ভাবে প্রায় সকলেই মূর্তি পূজারী। আবার ধর্ম দর্শনে নেতিবাচক বা সার্বজনীন ধর্মের পক্ষে দাবিদাররা নফসের দাসত্বের কারনে তারাও নফস তথা মূর্তি পূজারী। আমি নফসের দাসত্ব হতে যতক্ষণ পর্যন্ত বের হতে না পারবো ততোক্ষণ আমিও মূর্তিপূজারী।

মূর্তি পূজা

মানব সৃষ্ট ধর্মের রীতিনীতির মধ্যে প্রাক্টিক্যাল ছাড়া কোনো তফাত নাই। কর্মই ধর্মের সংজ্ঞা। সৎকর্মই প্রকৃত ধর্ম, আর এই ধর্মের কোনো প্রাক্টিক্যাল রীতিনীতি, জাত এবং গোত্র নাই। আমাদের কর্মই বলে দিচ্ছে আমরা ধর্মের নাকি ধার্মিক।

— Nishat Wahid

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel