ঐশ্বরিক প্রেমে মাতাল – মাওলানা রুমি (রহঃ)
বিশ্বাস করো আমায়,
আমি কখনোই এরুপ ছিলাম না,
সব কিছুতেই এমন উদাসীন
কিংবা দেখতে এমন পাগলের মত!
তুমি এখন যেমন,
ঠিক তেমনটি আমিও ছিলাম চতুর,
আমার অতীতের সে দিনগুলোতে।
কখনো ছিলাম না,
এমনই আহ্লাদে বিহ্বল একেবারে মন ভোলা।
তীক্ষ্ণ বন্দুকবাজদের মতো,
আমি ছিলাম হৃদয় শিকারী।
আজকের মতো নয়,
আমার হৃদয়টি নিয়ে,
যেটি আজ স্রষ্টার প্রেমে ডুবন্ত।
অবিরাম প্রশ্ন করে চলেছে,
আর খুজে ফিরছে,
অতিতের সে অজানা উত্তরগুলি।
কিন্তু এখন তা স্রষ্টার ভালোবাসাতে
গভীরভাবে পুলকিত,
গভীরভাবে বিমোহিত।
প্রতিনিয়ত আমাকে ঠেলছে,
আগে যাবার জন্যে এবং উর্ধ্বে থাকার জন্যে।
যেহেতু এ অব্দি আমি হইনি
এ ক্রমবর্ধমান ভালোবাসার শিকার।
– হযরত মাওলানা জালাল উদ্দিন মুহাম্মদ রুমি (রহঃ)।