হোমপেজ আধ্যাত্মিক কবিতা বিশ্বনবী (সা:) (আধ্যাত্মিক কবিতা)

বিশ্বনবী (সা:) (আধ্যাত্মিক কবিতা)

877

বিশ্বনবী (সা:) (আধ্যাত্মিক কবিতা)

বিশ্বনবী (সা:) (আধ্যাত্মিক কবিতা)
-মুহাম্মদ নাসেরউদ্দিন আব্বাসী

প্রিয় নবী সবার সেরা
উম্মত বলে পাগলপারা,
তারা তো অভাগা উম্মত
নবীকে চিনলো না যারা।

যাহার সেবায় ফেরেস্তারা
দিবারাত্রি দেয় পাহারা,
খোদার আরশে স্থান তাহার
দুপাড় শূন্য তিনি ছাড়া।

আলোময় এই সুন্দর ধরা
আলো ফেলো তাহার দ্বারা,
প্রিয় নবীর ডাকে খোদা
দেয় গো সবার আগে সাড়া।

তাহার চরিত্রের ঐ গুণে
বেধর্মীর মন দেয় যে নাড়া,
মক্কা মদিনা বা সারা বিশ্ব
তাহার প্রেমে আত্মহারা।

প্রিয় নবীর দরুদ পড়ে
উঠতে বসতে মুমিন যারা,
নবীর প্রেমে পাগল হলে
তাদের জান্নাত দিবে সাড়া।

মুহাম্মদ নাসেরউদ্দিন আব্বাসী
প্রপৌত্র -হজরত পীর গোলাম সালমানী আব্বাসী ফুরফুরাবী রাহ.