মাথা নত করাকেই কি সেজদা বলে!
মাথা নত করাটাকেই যদি সেজদা বলে ধরে নেই, তবে গাছপালা কেমন করে মাথা নত করে সেজদা করে?
চাঁদ, সুরজ আর তারা কেমন করে করবে সেজদা? অথচ এরা সবাই আল্লাহ্ কে সেজদা করছে বলে ইসলাম স্পষ্ট ঘােষণা করছে। তবে এটা সত্যি যে, আসল সেজদাকে ধর্মবিধানের প্রয়ােগ পদ্ধতিতে পরিচয় করিয়ে দেবার জন্য আনুষ্ঠানিক সেজদার প্রচলন করা হয়েছে এবং লৌকিক সেজদার প্রয়ােজন আছে।
যাতে মানুষ তার সত্তাকে সম্পূর্ণ আল্লাহর কাছে বিলীন করে দিতে পারে তারই প্রাথমিক শিক্ষা দেবার কৌশলী সেজদা হলাে মাথা নত করা। কারণ মাথা ঠিকই নত করে দিলাম লৌকিক সেজদার মতাে, অথচ মনটি সেখান হতে দূরে সরিয়ে রাখলাম, তাতে কি সেজদা হবে? তাই মনটাই সেজদার মুখ্য অংশ, মাথাটা নত করা সেজদার গৌণ অংশ।
তাই আচার যখন তার মূল উদ্দেশ্য ও লক্ষ্য হারিয়ে ফেলে, কেবলমাত্র মাথা নত করলে উহার অর্থ এবং মূল্য কতটুকু থাকে তা আপনারাই বিচার করে দেখেন?
- – কালান্দার বাবা জাহাঙ্গীর (রহঃ)
- – মারেফতের গোপন কথা, পৃষ্ঠা: ৯১