হোমপেজ আধ্যাত্মিক প্রশ্ন ও উত্তর সুফিবাদ কি

সুফিবাদ কি

সুফিবাদ কি

আত্মার পরিশুদ্ধির সাধনাকে বা সুফিদের পথ ও মতকে বলা হয় সুফিবাদ। ইসলামি পরিভাষায় সুফিবাদকে তাসাওউফ বলা হয়, যার অর্থ আধ্যাত্মিক তত্ত্বজ্ঞান। যিনি সুফিবাদকে অনুসরণ করেন তাকে সুফিবাদী বলা হয়। সুফি শব্দের অর্থ আত্মদর্শনকারী, যিনি শায়েখে তাসাব্বুরের (গুরুর ধ্যান) মাধ্যমে তাসকিয়ায়ে নফস (নফসের পরিশুদ্ধতা) অর্জন করেছেন এবং সুনির্মল ও পবিত্র চরিত্রের অধিকারীকে সুফি বলা হয়।