হোমপেজ ইলমে মারেফত রোজাদারের বৈশিষ্ট সমূহ:

রোজাদারের বৈশিষ্ট সমূহ:

236

রোজাদারের বৈশিষ্ট সমূহ:

» সাওম তথা রোজাদার কোন বিষয়টি হতে বিরত থাকবে? এবং কী তাকে প্রত্যাখ্যান করতে হবে?

উত্তর: প্রত্যাখ্যান করার অথবা বর্জন করার একমাত্র বিষয়টি হল আমিত্ব।

» আমিত্ব বলতে কী বোঝায়?

উত্তর:  ‘আমি’-টি নির্ভেজাল নয়, বরং ভেজাল আছে সেই ভেজাল ‘আমি’-টিকে বলা হয় আমিত্ব।

» ‘আমি’-টি কখন ভেজালে পরিণত হয়?

উত্তর: যখন ‘আমি’-র সঙ্গে খান্নাসরূপী শয়তানটি বহাল তবিয়তে বাস করে এক ‘আমি’-কে দুই ‘আমি’-তে পরিণত করে।

এক ‘আমি’-র মাঝে দুই ‘আমি’ থাকাটাকেই ভেজাল বলে। এই দুই ‘আমি’-র ভেজাল হতে পরিত্রাণ পাবার জন্য, মুক্তিলাভ করার আশায় যে ‘আমি’-টি নকল ‘আমি’-টিকে বর্জন করার প্রচেষ্টায় লিপ্ত তাকেই রোজাদার বলা হয়। আরবিতে তাকে বলা হয় সাওম।

—ডা. জাহাঙ্গীর আল সুরেশ্বরী