বিধান ও দর্শনের মধ্যে পার্থক্য:
বিধান হল জাগ্রত রুহের অধীকারীর আদেশ নিষেধ অনুসারে জিন্দেগী পরিচালানা করা ব্যবস্থাপত্র। আর দর্শন হল স্বয়ং জাগ্রত রুহের অধিকারী হওয়া। যে নফসের উপর স্বয়ং রুহুল কুদ্দুস প্রস্ফুটিত হয় তিনিই স্বয়ং কোরানের পূর্ণাঙ্গ জীবন দর্শনে পরিনত হন। আর যে নফস জাগ্রত রূহকে আদর্শ হিসাবে অনুসরণ করে তিনি কোরানের জীবনবিধানে অনুসারী। জিন এবং ইনসান যেহেতু নফসের উপর রূহকে জাগ্রত করার দায়িত্ব তথা আমানতদারী নিয়েছেন, সুতরাং বলা যায় কোরান জীবন বিধান নয়।
কোরান একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন। দর্শন হল সার্বিক দিক আর বিধান হল দর্শনের মধ্যে প্রবেশ দ্বার। দর্শনের মধ্যেই বিধানের জম্ম হয়। বিধানের প্রয়েজন দর্শন পর্যন্ত, দর্শনে প্রবেশ করলে বিধানের অবস্থান শূন্য। সুতরাং দর্শন সার্বিক আর বিধান আপেক্ষিক। ধর্মের মূল দর্শন হল আপন নফস হতে খান্নাসকে বিতারিত করা। এই খান্নাসকে তাড়াতে যে প্রয়োগ পদ্ধতি অবলম্বন করা হয় তাই বিধান।
– আর এফ রাসেল আহমেদ