প্রেম হলো এক রহস্যময় ধাঁধা।

প্রেম হলো এক রহস্যময় ধাঁধা।

প্রেম তোমাকে অনেক কিছু করে দিতে পারে, এখন তোমাকে স্বর্গে আবার এখন নরকে, এই তোমাকে পরমানন্দে আবার এই তোমাকে বিরহ যন্ত্রণা দিতে পারে৷ প্রেমে অবশ্য’ই অবশ্য’ই তুলনামূলক ভাবে যন্ত্রণা সবচেয়ে বেশি’ই দিয়ে থাকে৷ প্রেম যন্ত্রণা বেশি দেয়ার কারণ এই যে, তোমার সঙ্গী ছিলো আমিত্ব, চোখ ছিলো বাঁকা, জিহ্বা ছিলো বড়, পেট ছিলো ক্ষুদার্ত বাঘের মতন, নামযশের ইচ্ছা ছিলো আকাশছোঁয়া৷

এরা তোমার সাথে এত বছর ধরে থেকে এসেছেন, তুমি তাঁদেরকে এখন ত্যাগ করতে বাধ্য হচ্ছো, তুমি যাদেরকে এতদিন ধরে যত্ন করে নিজের ভিতর সাজিয়ে রেখেছিলে, এখন তুমি প্রেমের ফাঁদে পরে তাঁদেরকে আলাদা করে দিচ্ছো, এটা কি যন্ত্রণাদায়ক নয়? বিশ্বাস না হলে একবার তাঁদেরকে ত্যাগ করার চেষ্টা করে দেখতে পারো, বুঝবে এটা কতটা ভয়ংকর যন্ত্রণার৷

আর যখন এসব বিষয় মোহ তোমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন প্রেম তোমাদেরকে অমরপুর নিয়ে যাওয়ার তাগিদ দিতে থাকে, এবং সে অমরপুর নিতে নিতে প্রেম তোমাদের উপর অনেক সমস্যার সৃষ্টি করেন। এখন তোমরা যদি চাও এত এত সমস্যা আর যন্ত্রণা গ্রহণ না করে একটু ভালো থাকি, তবে প্রেমকে এড়িয়ে যাও এবং তোমাদের সেই সঙ্গীদের আবারও কাছে টেনে নিও। আর যদি প্রেম চাও,তবে এ সকল সমস্যার চোখে চোখ রেখে তোমাদেরকে তাঁর মোকাবেলা করতে হবে।

যদি ঐশ্বরিক কিছু করতে চাও বা দেখতে চাও, এবং দেখাতে চাও, তবে তাঁর একমাত্র পথ হলো প্রেম। কাজেই যত যন্ত্রণা আসুক তোমাদেরকে প্রেমের পথে হাঁটতে’ই হবে৷ প্রেমের পথে যে যন্ত্রণা রয়েছে তা মেনে নেওয়া যে একেবারে’ই অসম্ভব এমন তো নয়? জগতে প্রচুর মহামানব রয়েছেন যারা প্রেম যন্ত্রণাকে গলার মালা বানিয়ে মহান হয়েছে, রুমি, মানসুর, উয়াইস করনি, সারমাদ, হাফিজ সহ বহু মহামানব প্রেম যন্ত্রণাকে মোকাবেলা করার চুড়ান্ত সিদ্ধান্ত নিয়ে’ই মহান হয়েছেন। তোমরাও তাদের মতন এমন সিদ্ধান্ত নিতে পারো, হতে পারো তুমিও সেই যন্ত্রণা মোকাবেলা করে বিজয় অর্জনকারীদের একজন।

লেখা: বুদ্ধ মুহাম্মদ কৃষ্ণ

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel