হোমপেজ মানবতা ও ধর্ম সারাবিশ্বে একই দিনে ঈদ হওয়া কি সম্ভব?

সারাবিশ্বে একই দিনে ঈদ হওয়া কি সম্ভব?

সারাবিশ্বে একই দিনে ঈদ হওয়া কি সম্ভব?

সময়ের ব্যবধানে ঈদের দিন নির্ধারণ নিয়ে আমার মতামত পরিবর্তন হয়। একবার মনে হয়েছিল আলাদা দিনে হওয়া ভাল, আরেকবার মনে হল একদিনে। এখন মনে হচ্ছে- যার যেভাবে ইচ্ছা করুক।

তবে এটা চির সত্য যে, ভিন্ন দিনে ঈদ পালন অসুন্দর ছিল না, এটাই পূর্ব থেকে হয়ে আসছে। যদি এটা অসুন্দর কিছু হতো, তবে একদিনে ঈদ পালনের দাবি করা যেত। কিন্তু বর্তমানে হঠাৎ একদিনে সারাবিশ্বে ঈদ পালন করার ফতুয়া মানেই ফেতনা তৈরি করা। আর ফেতনা হত্যার চেয়ে ভয়ংকর। যারা একদিনে ঈদ পালনের ফতুয়া দিচ্ছেন শান্তি ও ভ্রাতৃত্ব বন্ধনের দোহায় দিয়েই, তাদের এই ফতুয়ার কারণে আজ একই দেশে যেখানে একদিনে ঈদ হতো, সেই দেশেই এখন তিনটি ভিন্ন ভিন্ন দিনে ঈদ পালিত হয়। কোথায় গেল শান্তি! কোথায় গেল ভ্রাতৃত্ব! যেটুকু শান্তি আর ভ্রাতৃত্ব ছিল, সেইটুকুও নষ্ট করে দিছে বিশ্ব ভ্রাতৃত্বের দোহায় দিয়ে। এখন লোকাল ভ্রাতৃত্বই নষ্ট। কিন্তু এতে কারো কিছু আসে যায় না, কারণ সত্য হল -ভ্রাতৃত্ব বন্ধনের জন্য ঈদের দিন নির্ধারণ নয়; বরং নিজ নিজ ফতুয়াকে প্রতিষ্ঠিত করার পায়তারা মাত্র।

আর হ্যা, রাসূল (সঃ), আহলে বাইত, সাহাবী, তাবেয়ী, তাবে তাবেয়ীন, খাজা বাবার যুগেও ভিন্ন ভিন্ন দিনে ঈদ পালন হতো সারা বিশ্বে। কারণ চাইলেও তখন একদিনে সম্ভব ছিল না, কারণ তখন সৌদির খবর বাংলাদেশে ১ দিনে পৌঁছাতো না। এদেশের মানুষ নিজ দেশের আকাশে চাঁদ দেখেই রোজা রাখতেন এবং ঈদ পালন করতেন। প্রযুক্তির কারণে এখন চাইলে একদিনে ঈদ সম্ভব, সবাই মেনে নিলে মন্দ হতো না, বরং ভালই হতো। কিন্তু এই গ্রহ ধ্বংস হয়ে যাবে, তবুও একদিনে ঈদ পালিত হবে না। অবশেষে ইসলামী দেশগুলোর ফতুয়ার মাধ্যমে সরকার থেকেই চাপ সৃষ্টি করে ১ দিনে ঈদ পালন করানোর চেষ্টা চলবে। কিন্তু চাঁদপুরের মতই কিছু মানুষ তখন একদিনে পালন না করে ভিন্ন দিনে পালন করবে।

ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বুঝি, দেশের সকল শ্রেণীর আলেম-ওলামাদের উচিত হবে- কোন দেশে কোন দিন ঈদ হচ্ছে সেই দিকে গুরুত্ব না দিয়ে এই দেশেই কিভাবে একদিনে ঈদ পালন করানো যায়, সেই ব্যবস্থার চেষ্টা করা। কারণ শুধু চাঁদপুরেই নয়, দেশের বিভিন্ন প্রান্তেই ভিন্ন ভিন্ন দিনে ঈদ পালিত হচ্ছে এখন। এমনও হচ্ছে যে, কোনো কোনো পরিবার তার নিজ এলাকায় নিজেরাই শুধু ঈদ পালন করছে। শুধু তাই নয়, এমনও আছে যে, নিজ পরিবারের মধ্যেই একেকজন একা একা ভিন্ন ভিন্ন দিনে ঈদ পালন করছে।

-DM Rahat