মুক্তথাকা একটি পাখিকে আমার ঘরে বন্ধি করেছিলাম৷
মুক্তথাকা একটি পাখিকে আমার ঘরে বন্ধি করেছিলাম৷ পাখিটি তাঁর স্বজন হারা হয়ে আমার কাছে কিছু দিন বন্দিও থেকেছে, এর পরে সেই পাখিটি’কে ছেড়েদিলেও সে তাঁর স্বজনের নিকট ও মুক্তজীবনে ফিরে যেতে চায়’নি৷ পাখিটি তখন আমাকে’ই তাঁর সাথী ভেবে নিয়েছিলো এবং আমার সাথে’ই থেকে গেলো৷
হঠাৎ কোথা হতে এক কাঠুরিয়া এসে আমার পাখিটি’কে আবার জঙ্গল চিনাইয়ে দিলো৷ সেই থেকে পাখিটি আর আমার দিকে ফিরেও তাকায়নি। এমনকি আর কখনো আমার ঘরের পাশে এসে একটি বার ডাকও দেয়নি৷ কাঠুরিয়া মাত্র আমার পাখিটিকে তাঁর ঠিকানা দেখিয়ে দিলো, আর অমনি’ই পাখিটি আমাকে ভুলে গেলো!
লেখা: বুদ্ধ মুহাম্মদ কৃষ্ণ