১২ ইমামের জীবনকাল তালিকা
রাসুল (সঃ) বলেন, “আমার পরে ১২জন ইমাম পযন্ত ইসলাম সমুন্নত থাকবে এবং তারা কুরাইশ / বনি হাশিম বংশ থেকে।” (বুখারি,হাদিস নং৬৭১৬)।
নিম্নে ১-১২ ইমাম (আ:) দের জীবনকাল তালিকা তুলে ধরা হলো:-
১.
নামঃ ইমাম আলী ইবনে আবু তালিব (আঃ)
উপাধিঃ সিদ্দিকে আকবর, ফারুকে আযম, আসাদুল্লাহ।
জীবনকালঃ ৬০০-৬৬১ খ্রি.
ইমামতকালঃ ২৮ বছর।
সমাধিস্থলঃ নাজাফ, ইরাক।
শাহাদাতের কারণঃ ২১ রমজান শবে কদরের রাতে কুফার বড় মসজিদে ইমামতি ও সেজদারত অবস্থায় আব্দুর রহমান ইবনে মুলজিম নামক এক খারিজির গুপ্তঘাতকের বিষাক্ত তরবারি আঘাতে শাহাদত করেন।
২.
নামঃ ইমাম হাসান ইবনে আলী (আঃ)
উপাধিঃ আবু মুহাম্মদ, আল-মুজতবা, সিবত় আন-নবী
জীবনকালঃ ৬২৫-৬৭০ খ্রি.
ইমামতকালঃ ৮ বছর।
সমাধিস্থলঃ জান্নাতুল বাকি।
শাহাদাতের কারণঃ আমিরে মুয়াবিয়ার চক্রান্তে স্বীয় স্ত্রী কর্তৃক বিষপ্রয়োগে হত্যা করা হয়।
৩.
নামঃ ইমাম হুসাইন ইবনে আলী (আঃ)
উপাধিঃ সৈয়দ আশ-শুহাদা, আল-মজলুম, সিবত আন-নবী, আবু আব্দুল্লাহ।
জীবনকালঃ ৬২৬-৬৮০ খ্রি.
ইমামতকালঃ ১১ বছর।
সমাধিস্থলঃ কারবালা, ইরাক।
শাহাদাতের কারণঃ ইসলামকে পাপিষ্ঠ ইয়াজিদ দখল থেকে পুনরুদ্ধার করার চেষ্টায় কারবালার যুদ্ধে শিরশ্ছেদ করে হত্যা করা হয়।
৪.
নামঃ ইমাম জয়নুল আবেদীন (আঃ)
উপাধিঃ আবু মুহাম্মদ, আস-সজ্জাদ।
জীবনকালঃ ৬৫৮/৬৫৯-৭১২ খ্রি.
ইমামতকালঃ ৩৪ বছর।
সমাধিস্থলঃ জান্নাতুল বাকি।
শাহাদাতের কারণঃ উমাইয়া খলিফা প্রথম আল-ওয়াহিদের নির্দেশে তাঁকে বিষপ্রয়োগে হত্যা করা হয়।
৫.
নামঃ ইমাম মুহাম্মদ আল-বাকির (আঃ)
উপাধিঃ আল-উলূম,
জীবনকালঃ ৬৭৭-৭৩২ খ্রি.
ইমামতকালঃ ১৯ বছর।
সমাধিস্থলঃ জান্নাতুল বাকি।
শাহাদাতের কারণঃ উমাইয়া খলিফা হিশাম ইবনে আবদুল মালিকের নির্দেশে ইব্রাহীম ইবনে ওয়ালিদ ইবনে আব্দুল্লাহ কর্তৃক বিষপ্রয়োগে মদীনায় তাঁকে হত্যা করা হয়।
৬.
নামঃ ইমাম জাফর সাদেক (আঃ)
উপাধিঃ আস-সাদিক, আবু আব্দুল্লাহ।
জীবনকালঃ ৭০২-৭৬৫ খ্রি.
ইমামতকালঃ ৩৪ বছর।
সমাধিস্থলঃ জান্নাতুল বাকি।
শাহাদাতের কারণঃ উমাইয়া খলিফা আল-মনসুরের নির্দেশে মদীনায় বিষপ্রয়োগ করে তাঁকে হত্যা করা হয়।
৭
নামঃ ইমাম মুসা আল কাজিম (আঃ)
উপাধিঃ আল-কাজিম, আবুল হাসান।
জীবনকালঃ ৭৪৪-৭৯৯ খ্রি.
ইমামতকালঃ ৩৫ বছর।
সমাধিস্থলঃ আল কাজিমিয়া মসজিদ, বাগদাদ, ইরাক।
শাহাদাতের কারণঃ আব্বাসীয় খলিফা হারুনুর রশিদের নির্দেশে বাগদাদে তাঁকে কারাবন্দী করা হয় এবং বিষপ্রয়োগ করে হত্যা করা হয়।
৮.
নামঃ ইমাম আলী রেযা (আঃ)
উপাধিঃ আর-রিদা, আবুল হাসান।
জীবনকালঃ ৭৬৫-৮১৭ খ্রি.
ইমামতকালঃ ২০ বছর।
সমাধিস্থলঃ মাশহাদ, ইরান।
শাহাদাতের কারণঃ আল-মামুনের নির্দেশে পারস্যের মাশহাদে তাঁকে বিষপ্রয়োগ করে হত্যা করা হয়৷
৯.
নামঃ ইমাম মুহাম্মদ আত-তক্বি (আঃ)
উপাধিঃ আবু জাফর, আল-জওয়াদ।
জীবনকালঃ ৮১০–৮৩৫ খ্রি.
ইমামতকালঃ ১৭ বছর।
সমাধিস্থলঃ বাগদাদ, ইরাক।
শাহাদাতের কারণঃ খলিফা আল-মুতাসিমের নির্দেশে আল-মামুনের কন্যা ও স্বীয় স্ত্রী কর্তৃক বিষপ্রয়োগ করে তাঁকে হত্যা করা হয়।
১০.
নামঃ ইমাম আলী আন-নক্বী (আঃ)
উপাধিঃ আল হাদী, আবুল হাসান।
জীবনকালঃ ৮২৭-৮৬৮ খ্রি.
ইমামতকালঃ ৩৪ বছর।
সমাধিস্থলঃ সামাররায়, ইরাক।
শাহাদাতের কারণঃ- খলিফা আল-মুতাজের নির্দেশে ইরাকের সামাররায় তাঁকে বিষপ্রয়োগ করে হত্যা করা হয়।
১১.
নামঃ ইমাম হাসান আল আসকারী (আঃ)
উপাধিঃ আবুল মাহদী।
জীবনকালঃ ৮৪৬-৮৭৪ খ্রি.
ইমামতকালঃ ৬ বছর।
সমাধিস্থলঃ সামাররায়, ইরাক।
শাহাদাতের কারণঃ ইরাকের সামাররায় খলিফা আল-মুতামিদের নির্দেশে বিষপ্রয়োগ করে তাঁকে হত্যা করা হয়।
১২.
নামঃ ইমাম মুহাম্মদ আল মাহদী (আঃ)
উপাধিঃ- আল-কাইম, আল-গাইব, আল-হুজ্জত আল মুহাম্মদ।
জীবনকালঃ- ২৫৫-বর্তমান।
ইমামতকালঃ- বর্তমান।
শাহাদাতের কারণঃ ঐতিহাসিক তত্ত্বমতে তিনি ৮৭৪ সাল থেকে গায়বত বা সমাবরণে চলে গিয়েছেন এবং আল্লাহর নির্দেশ না পাওয়া পর্যন্ত এ অবস্থাতেই থাকবেন।
নিবেদকঃ
সুফি আহমেদ হোসাইন