বিখ্যাত ইমামদের জন্ম যেসব দেশে।

বিখ্যাত ইমামদের জন্ম যেসব দেশে।

যারা মনে করেন ইসলাম মানেই কেবল সৌদি আরব, তাদের দেখা উচিত বিশ্ব বিখ্যাত ইমামগণের মধ্যে অধিকাংশ ইমাম বা ইসলামিক স্কলার্সদের জন্মস্থান সৌদি আরবের বাহিরে।

নিম্নে ৩৫জন বিশ্ব বিখ্যাত খ্যাতিমান ইমামের নাম ও জন্মস্থানের তালিকা দেওয়া হলো:-

১. ইমাম বুখারী (রহ.)
জন্মস্থান: উজবেকিস্তান

২. ইমাম তিরমিজি (রহ.)
জন্মস্থান: উজবেকিস্তান

৩. ইমাম দারেমী (রহ.)
জন্মস্থান: উজবেকিস্তান

৪. ইমাম নাসাঈ (রহ.)
জন্মস্থান: তুর্কমেনিস্তান

৫. ইমাম আবু দাউদ (রহ.)
জন্মস্থান: সিজিস্তান

৬. ইবনে খুজাইমা (রহ.)
জন্মস্থান: নিশাপুর

৭. ইমাম মুসলিম (রহ.)
জন্মস্থান: ইরান

৮. ইমাম বায়হাকি (রহ.)
জন্মস্থান: ইরান

৯. ইমাম গাজ্জালি (রহ.)
জন্মস্থান: ইরান

১০. ইমাম আল-বাগাভী (রহ.)
জন্মস্থান: ইরান

১১. ইমাম শাফি (রহ.)
জন্মস্থান: ফিলিস্তিন

১২. ইমাম আবু হানিফা (রহ.)
জন্মস্থান: ইরাক

১৩. ইমাম আহমাদ ইবনে হাম্বল (রহ.)
জন্মস্থান: ইরাক

১৪. ইবনে মাজাহ (রহ.)
জন্মস্থান: ইরাক

১৫. আব্দুল কাদের জিলানী (রহ.)
জন্মস্থান: ইরাক

১৬. ইমাম দারাকুতনী (রহ.)
জন্মস্থান: ইরাক

১৭. ইমাম আবী শায়বা (রহ.)
জন্মস্থান: ইরাক

১৮. ইমাম নুয়াইম বিন হাম্মাদ (রহ.)
জন্মস্থান: ইরাক

১৯. ইমাম জাওযী (রহ.)
জন্মস্থান: ইরাক

২০. ইমাম তাইমিয়া (রহ.)
জন্মস্থান: সিরিয়া

২১. ইমাম কাইয়ুম(রহ.)
জন্মস্থান: সিরিয়া

২২. ইবনে কাছির (রহ.)
জন্মস্থান: সিরিয়া

২৩. ইমাম যাহাবী (রহ.)
জন্মস্থান: সিরিয়া

২৪. ইমাম নববী (রহ.)
জন্মস্থান: সিরিয়া

২৫. ইবনে হাজার আসকালানী (রহ.)
জন্মস্থান: মিসর

২৬. ইমাম তাহাবী (রহ.)
জন্মস্থান: মিসর

২৭. ইমাম সুয়ূতী (রহ.)
জন্মস্থান: মিসর

২৮. ইমাম কুরতুবী (রহ.)
জন্মস্থান: স্পেন

২৯. ইমাম হাযম (রহ.)
জন্মস্থান: স্পেন

৩০. ইমাম তাবারানী (রহ.)
জন্মস্থান: ‘তাবারিয়া আস-শাম’

৩১. ইমাম শাওকানি (রহ.)
জন্মস্থান: ইয়ামেন

৩২. ইবনে হিব্বান (রহ.)
জন্মস্থান: আফগানিস্তান

৩৩. ইমাম হাকেম (রহ.)
জন্মস্থান: আফগানিস্তান

৩৪. মোল্লা আলী ক্বারী (রহ.)
জন্মস্থান: আফগানিস্তান

৩৫. শাহ ওয়ালিউল্লাহ দেহলভি (রহ.)
জন্মস্থান: ভারত

এইরকম আরো ইমাম রয়েছেন যাদের জন্ম ও কর্মস্থান সৌদি আরব বা তার আশপাশের বাইরে বা ভিন্ন কোনো দেশে। অতএব ইসলাম মানেই সৌদি আরব এই কথা একমাত্র মূর্খ পণ্ডিত ও জ্ঞান পাপীরাই বলতে পারে।

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel