হোমপেজ মুক্ত ভাবনা পূজার নামে ছলনা।

পূজার নামে ছলনা।

255

পূজার নামে ছলনা।

স্রষ্টার পূজা সম্পর্কে মানুষ ভুলে গেছে। মানুষ শুধু নিজের পূজা করে চলছে। মসজিদ, মন্দির গির্জায়, গুরুদোয়ার ইত্যাদি উপাশনালয়ে মানুষ সকল প্রকার চাহিদার পূজা দিয়ে থাকে। কারো বাড়ি, কারো গাড়ি, কারো নারী, কারো সন্তান ইত্যাদি ইত্যাদি। সবাই স্রষ্টার সন্তুষ্টি কামনা করে নিজের চাহিদা দিয়ে।এটা কি নিছক দোকা নয়?

প্রেমের নামে দেহ ভোগের লোভ, আর ইবাদতের নামে চাহিদা নিয়ে স্রষ্টা লাভের ফাঁকি উভয় সমান নয় কি? যদি প্রেমিক হও, সকল চাহিদা দূরে রাখার বিদ্যা শিখে নেওয়া উচিৎ, কারণ চাহিদা দূর হলেই সকল প্রাপ্তির পথ খুলতে শুরু করে।

— সাদিকুল ইসলাম