আড়ালে হারায় সত্য

আড়ালে হারায় সত্য

বিশ্বাসের পথে সবার চিন্তা প্রায় একই রকম, অথচ আত্মা আলাদা রূপের প্রকাশ ঘটায়, যারা জানে, তারা চুপ থাকে, জীবনের স্বীকৃতির পথে গন্তব্য আলাদা।

কর্মের হাল ধরলে, অশ্রু বদলে যেতো অমৃত, তবে সবকিছু ক্ষণস্থায়ী! সে এক পাথেয়, যা চোখের আলোয় ধরা পড়ে না, আধ্যাত্মিকতা শুধু বাহ্যিকতা নয়, গভীরতার দিক। যতটা জানো, যতটা চাও, সে জানালে সে জানাইবে, কিন্তু কেবল ভাষার আড়ালে, তোমার নীরবতা যে বেশি শক্তিশালী। ধরা দাও না স্বীকৃতির আশায়, সব কিছু থাকুক নিজের ভিতরে, কারণ বাহ্যিক অর্জনে সুখ হারানোর স্বাদ না জানলে, তুমি অভ্যস্ত থাকতে পারো না সত্যের সংস্পর্শে।

প্রসন্ন মুখাবয়ব দেখো, কর্মের দিকে দৃষ্টি নিবদ্ধ করো, তবে তুমি কোন এক সময় জানবে, যা পেলে তুমি প্রকৃতির তালে নাচো? তোমার আকাঙ্ক্ষা যে বিপথে নিয়ে যায়, তা বোঝ না তুমি, শুধু সময়ের প্রতিচ্ছবি যেমন বদলায়, তেমনি মানুষের অন্তরে চিন্তার পরিবর্তনও তার আলোয়। কখনো কখনো স্বীকৃতির পূর্ণতা হেলায় চলে যায়, যতটুকু মানবতা নিজের দিকে ফেরা, আর কিছুই না। এখানে তো বোঝার কোন শেষ নেই, শ্রমের সাথেই বাঁচো, সৃষ্টিকারী শক্তির ধর্মের দিক দিয়েও তোমার অন্তর্নিহিত সত্তা তুলে ধরো।

আধ্যাত্মিকতার আলোয় কোনো ভয়ের গতি নেই, যদি মনের শান্তি এবং আত্মার উন্নতি চাও। কর্মের পরিণতি যতটা মূল্যবান, ততটাই গভীর। হাস্যকর পরিস্থিতির অপেক্ষায় জীবন নয়, বরং সত্যের দিকে তাকাও, তোমার জীবন হবে কৃতার্থ।

– ফরহাদ ইবনে রেহান

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel