হোমপেজ নামাজ তত্ত্ব যে সালাত মানবকে আরশে আজিমে নিয়ে যায়।

যে সালাত মানবকে আরশে আজিমে নিয়ে যায়।

701

 

যে সালাত মানবকে আরশে আজিমে নিয়ে যায়।

হযরত শায়খ আবু সাঈদ আবুল খায়ের কুদ্দিসা সিররুহুল আজীজ সম্পর্কে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহঃ বলেছেন—

আমি এ সলুকের পথে যা কিছু অর্জন করেছি তার সবই হযরত মুহাম্মদ (সাঃ) এর প্রদর্শিত সালাতের আনুগত্যের মাধ্যমে। আমি প্রত্যেক সালাত তার প্রদর্শিত প্রক্রিয়ার মাধ্যমে আদায় করি। আমি এ সালাতের মাধ্যমের জানতে পেরেছি, তিনি সালাতে মা’কুস প্রতিবিম্বের সালাত আদায় করতেন তার অনুসরণ করেই আমি তা আদায় করি। এ সালাত পড়তে গেলে নফস আমার বিরুদ্ধচারণ করতো।

কিন্তু আমি আমার পাও হাতের কনুইয়ের সঙ্গে বেধে নিতাম তখন তার আর কিছুই করার থাকতো না। এ ঘটনা শেষ করে হযরত খাজা আমার দিলে লক্ষ্য করে বললেন, যারা এ পথে উচ্চ মর্যাদার অধিকারী হয়েছেন তারা সবচেয়ে উত্তম বন্দেগি দ্বারাই তা লাভ করেছেন। নফসকে কাবু রাখার জন্যে নফসের সঙ্গে যুদ্ধ করেই পথ অতিক্রম করতে হয়।

মা’কুস সালাত দুই ধরনের-
(ক) সাধারণ।
(খ) বিশেষ।

বিশেষ ধরনের সালাত আল্লাহর জাতের জগতে অবস্থিত মাকামে মাহমুদায় যেয়ে পাঠ করতে হয়। যার জন্য প্রয়োজন হয় ইসমে আজমের। এটা সিজদা ভিত্তিক সালাত। যা সম্পর্কে অতি অল্প সংখ্যক মশায়েখ জ্ঞাত আছন। এ সালাতের সর্বোচ্চ স্তরের নাম সালাতুল মেরাজ। যা শিক্ষার্থীকে (সাধনাকারীকে) আরশে আজিম পর্যন্ত নিয়ে যায়।

গ্রন্থসূত্রঃ ফাওয়ায়েদুল ফাওয়াদ পৃঃ ১৯, ২০।