
মেজাজি কোরান ও নূরী কোরানের পার্থক্য:
কোরান দুই প্রকার যথা: একটি মেজাজি কোরান অপরটি নূরী কোরান। নূরী কোরানের প্রতিচ্ছবিই হল মেজাজি কোরান। যিনি জাগ্রত রুহের অধিকারী তিনিই নূরী কোরান। নুর কাগজে আর পাতা, চামড়া থাকে না। নূর থাকে কলবে। এই কলবের নূরকে জাগিয়ে তুলাকেই বলা হয়েছে প্রভাতের কোরান। এই প্রভাতের কোরানকে ফুটিয়ে তোলার জন্য সালাতের প্রয়োজন, যা সুরা বনীইসরাইলে ৭৮ নং আয়াতে বর্নিত হয়েছে। একজন মহাপুরুষ হল আল কিতাব। এই কিতাব হতে যা বের হয় তা হল আল কোরান। কারণ মহাপুরুষ আপন নফস হতে কিছু বলেন না যা বলেন তা হল অহি তথা কোরান। মেজাজি কোরানকে স্পর্শ করতে মেজাজি অযু করতে হয়, আর হাকিকি কোরানকে স্পর্শ করতে হলে হাকিকি অযু তথা খান্নাস মুক্ত হতে হয়।
– আর এফ রাসেল আহমেদ