হোমপেজ ইলমে মারেফত হাশর কি এবং হাশর সম্পর্কে সূফিতত্ব ভেদকথা।

হাশর কি এবং হাশর সম্পর্কে সূফিতত্ব ভেদকথা।

Advertisement:
IPL 2024: ফ্রিতেই IPL Live Cricket খেলা দেখুন Full HD তে

হাশর কি এবং হাশর সম্পর্কে সূফিতত্ব ভেদকথা।

পবিত্র কুরআন শরিফে মহান আল্লাহ বলেন,

“যে আমার স্মরণে বিমুখ, তার জীবনের ভোগ সম্ভার হবে সংকুচিত এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠাবো। ” (সূরা তোয়াহা, আয়াত নং ১২৪।)

“তোমরা আল্লাহকে ভয় কর এবং জেনে রাখ যে, তোমাদেরকে তাঁর নিকট একত্রিত করা হবে।” (সূরা আল বাকারা, আয়াত নং ২০৩)।

“যেদিন তিনি তাদেরকে একত্রিত করবেন সেদিন তাদের মনে হবে যে,তাদের অবস্হিতি দিবসের মূহুর্তে কাল মাত্র ছিল, তারা পরস্পরকে চিনবে, আল্লাহর স্বাক্ষাৎ যারা অস্বীকার করেছে নিঃসন্দেহে তাঁরাই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সৎপথপ্রাপ্ত ছিল না।” (সূরা ইউনুস, আয়াত নং ৪৫)।

IPL 2024: ফ্রিতেই IPL Live Cricket খেলা দেখুন Full HD তে

“তিনিই তোমাদেরকে কর্ণ,চক্ষু ও অন্তকরণ দিয়েছেন, তোমারা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করে থাক। তিনিই তোমাদেরকে সৃষ্টি করে পৃথিবীতে তোমাদের বংশ বিস্তার করেছেন এবং তোমাদেরকে তাঁরই নিকট একত্রিত করা হবে। ” (সূরা আল মু’মিনুন, আয়াত নং ৭৮ ও ৭৯)।

হযরত রাসূল পাক সঃ বলেন,

“তোমরা সকলে হাশরের ময়দানে একত্রিত হবে এ অবস্থায় যে, সকলেই খালি পা, বস্ত্রহীন ও খতনাবিহীন। যেভাবে আমি প্রথমবার সৃষ্টি আরম্ভ করেছিলাম, সেভাবেই আমি পুনরায় সৃষ্টি করব। এটা আমার কৃত প্রতিশ্রুতি, আমি অবশ্যই তা পূর্ণ করব। (বোখারী শরীফ ও মুসলিম শরীফের সূত্রে মেশকাত শরীফ, পৃষ্ঠা নং ৪৮৩)।

হাশর সম্পর্কে পবিত্র কুরআন ও হাদিসের বর্ণনার পাশাপাশি তাসাউফের সাধনা করে আমি বাতেনি ব্যাখ্যায় ব্যক্তি জীবনেও এর একটি চমৎকার মিল খুঁজে পাই। যেমন, শিশু সন্তান মায়ের উদরে একাই অবস্থান করে। কিন্তু পৃথিবীতে ভূমিষ্ট হয়ে সে মাতা-পিতা, ভাই-বোন,আত্নীয়-স্বজনের সাথে একত্রিত হয়। এ অবস্থায় খালি পায়ে, খাতনা বিহীন অবস্থায় নগ্ন থাকলেও তা তাকে লজ্জিত করে না এবং অন্যদের জন্যও বিড়ম্বনার কারণ হয় না।

সুতরাং, পৃথিবীতে ভূমিষ্ট হয়ে আপনজনদের সাথে মানুষের একত্রিত হওয়ার ঘটনাও এক প্রকার হাশরের ময়দানে মানুষের পুনরুত্থানের বিষয়টির প্রতি ঈঙ্গিত করে। শিশু সন্তান খালি পায়ে, খাতনা বিহীন, বস্ত্র বিহীন অবস্থায় জন্মগ্রহণ করায় তা যেমন মানুষের কাছে লজ্জার কারণ হয় না, তদ্রুপ হাশরের কঠিন সময় মানুষের এমন অবস্থা হবে যে,সকল মানুষ নগ্নভাবে উত্থিত হলেও কেউ কারো দিকে তাকাবার অবস্থা থাকবে না। হাশর সম্পর্কে পবিত্র কুরআন ও হাদিসের বর্ণনা মানুষের মৃত্যুর পর পুনরুত্থিত হয়ে আপনজনদের সাথে একত্রিত হওয়ার বিষয়টি স্মরণ করিয়ে দেয়।

সূত্র: আল্লাহ কোন পথে।
নিবেদক: অধম পাপী মোজাম্মেল পাগলা।