কিরামান কাতেবীন কি এবং তারা কিভাবে আমল লিপিবদ্ধ করেন?

কিরামান কাতেবীন কি এবং তারা কিভাবে আমল লিপিবদ্ধ করেন?

পোস্টটি সবার জন্য নহে। আত্মজ্ঞান লাভের উদ্দেশ্য যারা সূফিবাদ চর্চা করে পোস্টটি শুধু তাদের জন্য।

কেরাম অর্থ সম্মানিত এবং কাতেবীন অর্থ লেখকবৃন্দ। কেরামান কাতেবীন অর্থ সম্মানিত লেখকবৃন্দ। প্রচলিত ধারণামতে কেরামান কাতেবীন মানুষের দুই কাঁধে অবস্হিত আমল লিপিবদ্ধকারী ফেরেশতাদেরকে বুঝায়।

পবিত্র কুরআনে আল্লাহ বলেন,

“স্মরণ রেখ; দুজন ফেরেশতা (মানুষের) ডানে ও বামে বসে তার কাজ কর্ম লিখে রাখে। মানুষ যে কথাই উচ্চারণ করে তা লিখে রাখার জন্য তারা তৎপর। প্রহরী তাদের কাছেই রয়েছে।” (সূরা ক্বাফ, আয়াত নং ১৭ ও ১৮)।

“যদিও তোমরা বিচারের দিনকে স্বীকার কর না, তবুও তোমাদের লক্ষ্য রাখার জন্য আছে কেরামান কাতেবীন। ওরা জানে তোমরা যা কর।” (সূরা আল ইনফিতার, আয়াত নং ৯-১২)।

তাসাউফের সাধনা করে আমি যা পেয়েছি, তা হলো – ভিডিও ক্যাসেটের মাধ্যমে যেমন মানুষের কার্যাবলীকে রেকর্ড করা যায়, তেমনি মানুষের সমস্ত কার্যাবলীও ছবিসহ স্মৃতিফলকে রেকর্ড হয়ে যায়। ফলে পরবর্তীতে যেকোনো প্রয়োজনে মানুষের প্রতিটি কর্মের সচিত্র ঘটনাবলী দেখা যায়। মানুষ তার ছেলেবেলার ঘটনার স্মৃতিকে স্মরণ করতে পারে।

তাছাড়া নফসের সু-কর্ম ও কু-কর্মের বিবরণসমূহ ছবিসহ আত্মার স্মৃতিফলকে লিপিবদ্ধ হয়ে থাকে। দৈনন্দিন জীবনে হিসাবের খাতায় জমা ও খরচের অংক যেমন আলাদা আলাদা ভাবে লিপিবদ্ধ করা হয়, তেমনি নফসের ভাল ও মন্দ কার্য সমূহের বিবরণী তার আত্মার সংরক্ষিত স্মৃতি ফলকে আলাদা আলাদা ভাবে লিপিবদ্ধ থাকে। মানুষের মাঝে ফেরেশতার আত্মা বিদ্যমান থাকায় নফসের কর্মের এই বিবরণী নির্ভূলভাবে লিপিবদ্ধ হয়। সুরক্ষিত স্মৃতিফলকে লিপিবদ্ধ হওয়ায় ইহা অপরিবর্তনীয়। মানুষের মাঝে বিদ্যমান ফেরেশতার আত্মা আলাদা আলাদা ভাবে পাপ এবং পূণ্যের বিবরণী লিপিবদ্ধ করে, অর্থাৎ তা আত্মার স্মৃতি ফলকে সংরক্ষিত হয়। পবিত্র কুরআনের ভাষায় মানুষের মাঝে অবস্হিত ফেরেশতার আত্মাকে সম্মানিত লেখক বলে আখ্যায়িত করা হয়েছে।

সূত্র: আল্লাহ কোন পথে।
নিবেদক : অধম পাপী মোজাম্মেল পাগলা।

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel