হোমপেজ ধ্যান ও দমের সাধনা দমের খবর (পর্ব -০৬)

দমের খবর (পর্ব -০৬)

301

দমের খবর (পর্ব -০৬)

পঞ্চ তত্ত্বের আলাদা আলাদা রঙ রয়েছে। যার মাধ্যমে আপনি তত্ত্ব নির্নয় করতে পারবেন। আগামী পোস্টে আমি তত্ত্ব নির্নয়ের পদ্ধতি উল্লেখ করব অথবা তত্ত্বের লজ্জত বা স্বাদ প্রকাশ করব। যেটা আপনাদের জানা থাকতেই হবে নিজে নিজে দেহের তত্ত্ব নির্নয়ের ক্ষেত্রে। নিন্মে তত্ত্বের রঙ গুলো উপস্থাপন করা হল।

  • আকাশ তত্ত্বের রঙ হল রঙহীন বা বিভিন্ন বর্ণ একত্রে।
  • বায়ু তত্ত্বের রং হল সবুজ।
  • অগ্নি তত্ত্বের রঙ হল কালো।
  • জল তত্ত্বের রঙ হল লাল।
  • পৃথিবী তত্ত্বের রঙ হল হলুদ।

আপনি দেহের মাঝেই এই রঙ দেখতে পারবেন তত্ত্ব নির্নয়ের পদ্ধতির মাধ্যমে। পদ্ধতিগুলো আমি আগামী পোস্ট গুলোতে দেওয়ার চেষ্টা করব। এগুলো আপনার মাঝে হচ্ছে, কিন্তু জানা না থাকার কারনে আপনি বুঝতে পারছেন না।

বিঃদ্রঃ রং গুলো আমাদের ৪০ শে তালিম থেকে নেওয়া, অন্য শাস্ত্রে ভিন্নভাবে আছে। যে যেটা জানেন, সেই রঙ উদয় হওয়া নির্নয় করলেই হবে।।

ভিন্ন মতঃ
আকাশ= ধূম্র বর্ন। বায়ু= শ্যামল বর্ণ। অগ্নি= ভষ্ম বর্ণ। জল= গৌর বর্ণ এবং পৃথিবী =শুভ্র বর্ণ বা রঙ।

লেখাঃ DM Rahat