শানে হুসাইন (আঃ)
_অয়ন সাঈদ
আপনার পবিত্র চেহারা মোবারকের জ্যোতি
এমন এক সূর্য যা কোনদিন অস্ত যাবে না
আপনার স্পর্শে যে ধন্য হয়েছে একবার
সে-ই অদ্বিতীয়! পরম অদ্বিতীয় তাঁর উদ্বত্তকে
আপনার প্রসংশায় রূপান্তর করে দেন
যেমন ফিতরুশ যে আমিত্বের কারণে অভিশপ্ত হয়েছিল
তারপর আপনার দোলনা মোবারক স্পর্শে
ফিরে পেয়েছিল হারানো জ্যোতি, লাবণ্য
ইয়াকুতের চোখ ও দূরন্ত গতি যা তাকে
বিশেষত্ব দান করেছে সকল ফেরেস্তার উপর
বরং তাঁর সে স্পর্ধা যে, “কে আছে আমার মতো!”
আপনার দোলনা মোবারক স্পর্শের মোজেজার প্রসংশার জিকিরে
রূপান্তর হয়ে গেছে এমন ইসমে
যা আলোর গতিকে করেছে ঈর্ষান্বিত
সে স্পর্শ, সে অনুগ্রহ খিজিরের সরোবর সম
আমাকে ব্যাকুল করে তুলেছে
সে স্পর্শ, সে দেখা হয়ে যাওয়ার আকাঙ্ক্ষায়
ইয়াকূব ও ইউসূফের বিচ্ছেদ বেদনার ভার বইছি বুকে
সে স্পর্শ, সে মোবারক দয়ার বদান্যতায় উৎসর্গিত
এম্পাইরিয়ান সমেত ভূবিশ্বের প্রতিটি পরমাণু!