সৈয়দ মুনিরুদ্দিন নুরুল্লাহ (আধ্যাত্মিক কবিতা)

সৈয়দ মুনিরুদ্দিন নুরুল্লাহ (আধ্যাত্মিক কবিতা)

সৈয়দ মুনিরুদ্দিন নুরুল্লাহ
-মুহাম্মদ নাসেরউদ্দিন আব্বাসী

চট্রগ্রামে উজ্জ্বল রবি
সৈয়দ মুনির কেবলা,
পূর্বপুরুষগণ আরবীয়
গৌঢ়ে যায় কাফেলা।

কুরআন হাফেজ হলেন তিনি
তরিকতে হয় যে কামিল,
হাফেজ হামেদ হাসান গুরু
মুরাকাবায় হন সামিল।

সাদামাটা জীবনযাপন
ছিলেন সদায় তৎপর,
আত্মীয়তাতে ব্যস্ততায়
উপদেশ দেয় বারবার।

তাঁহার উপদেশ শুনে যে
মুরিদগণ হন কাবু,
আল্লাহর পথে ধীরতা রই
হালিশহর তাঁবু।

-মুহাম্মদ নাসেরউদ্দিন আব্বাসী
প্রপৌত্র -হজরত পীর গোলাম সালমানী আব্বাসী ফুরফুরাবী রাহ.

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel