হোম পেজ আধ্যাত্মিক কবিতা সৈয়দ মুনিরুদ্দিন নুরুল্লাহ (আধ্যাত্মিক কবিতা)

সৈয়দ মুনিরুদ্দিন নুরুল্লাহ (আধ্যাত্মিক কবিতা)

Sponsored

সৈয়দ মুনিরুদ্দিন নুরুল্লাহ (আধ্যাত্মিক কবিতা)

সৈয়দ মুনিরুদ্দিন নুরুল্লাহ
-মুহাম্মদ নাসেরউদ্দিন আব্বাসী

চট্রগ্রামে উজ্জ্বল রবি
সৈয়দ মুনির কেবলা,
পূর্বপুরুষগণ আরবীয়
গৌঢ়ে যায় কাফেলা।

কুরআন হাফেজ হলেন তিনি
তরিকতে হয় যে কামিল,
হাফেজ হামেদ হাসান গুরু
মুরাকাবায় হন সামিল।

সাদামাটা জীবনযাপন
ছিলেন সদায় তৎপর,
আত্মীয়তাতে ব্যস্ততায়
উপদেশ দেয় বারবার।

তাঁহার উপদেশ শুনে যে
মুরিদগণ হন কাবু,
আল্লাহর পথে ধীরতা রই
হালিশহর তাঁবু।

-মুহাম্মদ নাসেরউদ্দিন আব্বাসী
প্রপৌত্র -হজরত পীর গোলাম সালমানী আব্বাসী ফুরফুরাবী রাহ.

নোটিস:
“সূফিবাদ২৪” -এ আপনার লেখা প্রকাশ করতে চান? « বাটনে ক্লিক করুন।
পূর্ববর্তী পোস্টবিশ্বনবী (সা:) (আধ্যাত্মিক কবিতা)
পরবর্তী পোস্টAnalyzing the Aspects of Nusrat Fateh Ali Khan
(কবি, লেখক, গবেষক, সংগঠক) প্রপৌত্র -হজরত সুফি পীর গোলাম সালমানী আব্বাসী রাহ.(ফুরফুরা শরীফ)